Ajker Patrika

লক্ষ্মীপুর যুবদলের ৫১ সদস্যের নতুন কমিটি

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ১১ জুন ২০২২, ১২: ১০
Thumbnail image

লক্ষ্মীপুর জেলা যুবদলের ৫১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে রেজাউল করিম লিটনকে আহ্বায়ক ও আবদুল আলীম হুমায়ুনকে সদস্যসচিব করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলা যুবদলের নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্যসচিব বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় যুবদল।

কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, যুগ্ম আহ্বায়ক খালেদ মো. আলী কিরন, সোহরাব হোসেন বুলু, একেএম ফরিদ উদ্দিন, আবদুল মান্নান লিটন, মহিউদ্দিন বিটু পাটোয়ারী, শিবলি নোমান, এমরান হোসেন, টিপু সুলতান ভূঁইয়া।

এ ছাড়া জেলা, উপজেলা ও পৌরসভা থেকে বিভিন্ন স্তরের আরও ৪০ নেতাকে সদস্য করা হয়। কমিটি ঘোষণার পর নেতা-কর্মীরা একে অপরকে মিষ্টি খাওয়ান।

দলীয় সূত্র জানা গেছে, আহ্বায়ক লিটন জেলা যুবদলের সভাপতি ছিলেন। এ ছাড়া সদস্যসচিব হুমায়ুন লক্ষ্মীপুর পৌর যুবদলের সাবেক সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর ছিলেন।

জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন বলেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সবাইকে নিয়ে সুন্দরভাবে দলীয় কার্যক্রম চালানো হবে। দলে কোনো গ্রুপিং বা কোন্দল নেই।

তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ করতে এই নতুন কমিটি বলিষ্ঠ ভূমিকা রাখবে। জেলা যুবদল আগেও শক্তিশালী ছিল। এখন নতুন আহ্বায়ক কমিটি দেওয়ায় দল আরও শক্তিশালী হবে বলে আশা করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত