Ajker Patrika

সরকারি হলো হাজী আসমত কলেজ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ০৯: ৩০
সরকারি হলো হাজী আসমত কলেজ

কিশোরগঞ্জের ভৈরবের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান হাজী আসমত কলেজের সরকারীকরণ করা হয়েছে। গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি কলেজ শাখা থেকে উপসচিব মোহাম্মদ আবু নাসের বেগ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

১৯৪৭ সালে এই কলেজ প্রতিষ্ঠা করেন ভৈরবের দানবীর খ্যাত হাজী আসমত আলী। তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলেজটির অনুমোদন দিয়েছিল। কলেজটি সরকারীকরণ করার জন্য স্থানীয় সাংসদ ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সুপারিশ করেন। তাঁর সুপারিশের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী গত বছরের ২২ জুন কলেজটি সরকারীকরণ করতে শিক্ষা মন্ত্রণালয়কে একটি চিঠি দেন। প্রধানমন্ত্রীর নির্দেশের ছয় মাস পর শিক্ষা মন্ত্রণালয় হাজী আসমত কলেজটি সরকারীকরণের প্রজ্ঞাপন জারি করে।

কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হানিফ মিয়া বলেন, ‘কলেজটি সরকারি করায় কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ ভৈরববাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে।’

সাংসদ ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমার বাবা প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্বপ্ন ছিল এই কলেজটি সরকারীকরণ করার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বিবেচনায় কলেজটি সরকারীকরণের নির্দেশনা প্রদান করেন। এ জন্য ভৈরববাসী প্রধানমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত