Ajker Patrika

আচরণবিধি লঙ্ঘন, মেম্বার প্রার্থীকে জরিমানা

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৬: ৫৩
আচরণবিধি লঙ্ঘন, মেম্বার প্রার্থীকে জরিমানা

জামালপুরের মাদারগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের দায়ে কড়ইচড়া ইউপির এক সদস্য প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকলিমা বেগমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জানা গেছে, আচরণবিধি লঙ্ঘন করে ওই মেম্বার প্রার্থী দেয়ালে পোস্টার ঝুলিয়েছিলেন। এতে নির্বাচনী আচরণবিধি ৩১ ধারা লঙ্ঘন করেন তিনি। এ জন্য তাদের অর্থদণ্ড প্রদান করা হয়। আগামী ২৬ ডিসেম্বর মাদারগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত