Ajker Patrika

আজ খুলছে অফিস, চলবে ১১টা-৩টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

টানা তিন দিন সাধারণ ছুটির পর আজ খুলছে সরকারি-বেসরকারি সব অফিস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার। তবে কারফিউর কারণে অফিসের সময় কিছুটা কমিয়ে আনা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়।  

জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত সরকারি-বেসরকারি অফিস, বাংলাদেশ ব্যাংকসহ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। এই দুই দিন বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারের লেনদেন চলবে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত।  

এদিকে সাধারণ ছুটি শেষ হওয়ায় কর্মস্থলে মানুষের যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে দেশব্যাপী কারফিউ শিথিলের সময়ও বাড়ানো হয়েছে। আজ ও আগামীকাল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৮ ঘণ্টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বুধবার ও বৃহস্পতিবার ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীসহ চার জেলায় কারফিউ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল থাকবে। অন্যান্য জেলায় কারফিউ থাকার বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট জেলা প্রশাসন। 

গতকাল মঙ্গলবার বিকেলে যোগাযোগ করা হলে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, চট্টগ্রাম মহানগর ও জেলায় সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত