Ajker Patrika

আলোচিত ঘটনা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১৩: ৫৮
আলোচিত ঘটনা

২০২৩ সালে একের পর এক হিন্দি সিনেমা বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনরা। কখনো তারকাদের পুরোনো সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল করে, কখনো ধর্ম অবমাননা বা অশ্লীলতার অজুহাতে সিনেমা বয়কটের ডাক দেওয়া হয়েছে। তারকাদের প্রতি ব্যক্তিগত উষ্মা ছাড়াও এর পেছনে কাজ করছে রাজনৈতিক চক্র। বয়কটের হাত থেকে রক্ষা পায়নি শাহরুখ খান, আমির খানদের মতো তারকারাও।

এ বছর বেশ কয়েকজন তারকার রঙিন প্রত্যাবর্তন হয়েছে। চার বছর পর রুপালি পর্দায় ফিরেছেন শাহরুখ খান। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সাফল্যের হ্যাটট্রিক পূরণ করেছেন তিনি। ‘গদার ২’ দিয়ে সবাইকে চমকে দিয়েছেন সানী দেওল। বক্স অফিসে ৫২৫ কোটি রুপি ব্যবসা করে সিনেমাটি, যা সানীর ক্যারিয়ারে সর্বোচ্চ। সানীর ভাই ববি দেওলের ফেরাটাও হয়েছে রাজার মতো। ‘অ্যানিমেল’ দিয়ে জানান দিয়েছেন এখনো ফুরিয়ে যাননি তিনি।

চলতি বছরের এপ্রিলে শোনা যায় বিচ্ছেদের দিকে এগোচ্ছেন তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। ঐশ্বরিয়ার একা একা  জন্মদিন পালন, অমিতাভের ইনস্টাগ্রাম থেকে ঐশ্বরিয়াকে আনফলো করে দেওয়া, অভিষেক ও ঐশ্বরিয়ার হাত থেকে বিয়ের আংটি উধাও হয়ে যাওয়া, তাঁদের বিচ্ছেদের গুঞ্জনকে উসকে দিয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো কথা বলেননি অভিষেক ও ঐশ্বরিয়া।

স্ত্রী আলিয়া সিদ্দিকির সঙ্গে বিচ্ছেদ, মামলা ও দাম্পত্য কলহ নিয়ে সমালোচনার কেন্দ্রে ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। এ ছাড়া আবনিত কৌর ও নওয়াজউদ্দিনের চুমুর ঘটনাও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

আদিপুরুষ সিনেমার প্রচারে পরিচালক ওম রাওত নায়িকা কৃতি স্যাননকে চুম্বন দিয়ে বসেন। এমন ঘটনায় নেটিজেনদের সমালোচনার মুখে পড়ে আদিপুরুষ টিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত