Ajker Patrika

তালায় বিদ্যুতায়িত শ্রমিকের মৃত্যু

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৬: ৫৪
Thumbnail image

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগরে পল্লী বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত আসাদুল ইসলাম শেখ (৩০) মৃত্যুবরণ করেছেন। গতকাল সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আসাদুল শেখ তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের উত্তর নলতা গ্রামের বাসিন্দা। তিনি পল্লী বিদ্যুতের শ্রমিক হিসেবে কাজ করতেন।

খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু জানান, রোববার বিকেলে বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় পুলের মাথায় বিদ্যুতায়িত হয়ে আসাদুল গুরুতর আহত হন।

এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তাঁর মৃত্যু হয়।

পল্লী বিদ্যুতের তালা সাব জোনের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) লিটন চন্দ্র দে বলেন, ‘বিদ্যুৎ থাকা অবস্থায় কাজ করা নিষেধ। সেটা অমান্য করে ঠিকাদার কাজ চলমান রাখে। এ সময় তারের বাইন্ডিংয়ের কাজ করার সময় শ্রমিক আসাদুল বিদ্যুতায়িত হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত