Ajker Patrika

নড়াইলে ক্রিকেট উদ্বোধন

নড়াইল প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৪: ৫৬
নড়াইলে ক্রিকেট উদ্বোধন

নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে বিসিবি একাডেমি কাপ (বিভাগীয় পর্যায়) ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ নুর মোহম্মদ স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থা, নড়াইলের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

উদ্বোধনী খেলায় সাতক্ষীরার কলারোয়া ক্রিকেট একাডেমি ঝিনাইদহ রাইজিং টাইগার ক্রিকেট ইনস্টিটিউটের মোকাবিলা করে। জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির সভাপতি আইয়ুব খান বুলুর সভাপতিত্বে বিসিবির খুলনা বিভাগীয় কোচ মনোয়ার হোসেন মনু, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুর রশীদ মন্নু, কর্মকর্তা কৃষ্ণপদ দাস, দিলীপ কুমার রায়, মঞ্জুরুল ইসলাম তুহিন, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারাসহ প্রতিযোগী খেলোয়াড়রা এ সময় উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত