Ajker Patrika

মেধাবী হিসেবে ৫১ শিক্ষার্থীকে সম্মাননা

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১১: ২০
মেধাবী হিসেবে ৫১ শিক্ষার্থীকে সম্মাননা

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৫১ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আম্রকাননে ‘আমিই বাংলাদেশ’ শীর্ষক এ সম্মাননা দেন শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের ৩ বছর মেয়াদি অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ভবিষ্যতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সন্তানদের প্রণোদনা প্রদানের জন্য এ কার্যক্রম অব্যাহত থাকবে। চতুর্থবারের মতো আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে আগত প্রত্যেক শিক্ষার্থীর হাতে ফুলের শুভেচ্ছাসহ জেলা প্রশাসকের স্বাক্ষরিত আধা-সরকারি পত্র, উত্তরীয় এবং আর্থিক শুভেচ্ছা উপহার হিসেবে তুলে দেওয়া হয়। শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকা থেকে মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পর্যায়ের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫১ জন শিক্ষার্থীর মাঝে এ সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শরীয়তপুরের পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা।

জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, ‘সোনার বাংলা গড়ার স্বপ্নের বীজ ভবিষ্যৎ কান্ডারিদের মধ্যে বপন করাই এই সম্মাননার উদ্দেশ্য। যেন উন্নত বাংলাদেশ বিনির্মাণে আজকের শিক্ষার্থীরা সুনাগরিক হিসেবে তাঁদের পদচিহ্ন রেখে যেতে পারেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত