Ajker Patrika

নিয়োগ বাতিল চেয়ে ঝাড়ু হাতে অবস্থান

গাইবান্ধা প্রতিনিধি
Thumbnail image

গাইবান্ধার ফুলছড়িতে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ বাতিলের দাবিতে ঝাড়ু হাতে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার উপজেলার গুণভড়ি উচ্চবিদ্যালয়ের সামনে বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদের জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়।

এ সময় বক্তব্য দেন জেলা কমিটির সভাপতি সন্তোষ বাসফোর, হরিজন যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক রাজেশ বাসফোর, কমিটির ফুলছড়ি উপজেলার সাধারণ সম্পাদক চন্দন বাসফোর, সাংগঠনিক সম্পাদক সাজন বাসফোর, হরিজন নেতা উজ্জ্বল বাসফোর, উদাখালী পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি রানা বাসফোর প্রমুখ।

বক্তারা জানান, গুণভড়ি উচ্চবিদ্যালয়ে একজন পরিচ্ছন্নতাকর্মীর পদ ফাঁকা থাকায় স্থানীয় পুষ্প কুমার বাসফোর চাকরির আশায় বিনা বেতনে দীর্ঘ ১০ বছর ধরে কাজ করে আসছেন। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতলুবর রহমান বুলু ও পরিচালনা কমিটির সভাপতি মজনুর রশিদ পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের জন্য পুষ্প কুমার বাসফোরের কাছে সাড়ে ৩ লাখ টাকা দাবি করেন। পুষ্প অগ্রিম ২ লাখ টাকা দেন। তারপরও গোপনে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিদ্যালয়ের নৈশপ্রহরীর ছেলেকে চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে।

বক্তারা নিয়মানুযায়ী পরিচ্ছন্নতাকর্মী হিসেবে হরিজন সম্প্রদায়ের একজন হিসেবে ওই পদে পুষ্পকে নিয়োগ দেওয়ার দাবি জানান। 
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতলুবর রহমান বুলু বলেন, পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে কোনো অনিয়ম করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত