Ajker Patrika

জৈষ্ঠ্যপুরা পাহাড়ে ‘দুর্বৃত্ত’ আতঙ্ক

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৩: ২০
জৈষ্ঠ্যপুরা পাহাড়ে ‘দুর্বৃত্ত’ আতঙ্ক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জৈষ্ঠ্যপুরা পাহাড়ি এলাকায় দুর্বৃত্তদের আনাগোনা বেড়ে গেছে। গত কয়েক সপ্তাহে সড়কে ছিনতাইসহ বাগানের লেবু নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে আতঙ্কে রয়েছেন লেবু ব্যবসায়ীরা।

স্থানীয় শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বলেন, রাঙ্গুনিয়া থেকে দুর্বৃত্তের দল এসে জৈষ্ঠ্যপুরার পাহাড়ি এলাকা থেকে এক সপ্তাহ আগে বিভিন্ন লেবু বাগানের দুই লাখ টাকার বেশি লেবু নিয়ে গেছে। দলটি সশস্ত্র ছিল।

লেবুচাষি উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক বকুল বলেন, ‘জৈষ্ঠ্যপুরা পাহাড়ের বাগান থেকে প্রতিরাতেই লেবু চুরির ঘটনা ঘটছে। রাঙ্গুনিয়া সীমান্ত থেকে এসে একটি দল এ কাজ করছে বলে জানতে পেরেছি। লেবু নিয়ে যাওয়ার কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছেন লেবুচাষিরা। ওই দল বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড ঘটাচ্ছে। এতে লেবুচাষিরা বর্তমানে আতঙ্কে রয়েছেন।’

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভান্ডালজুড়ি জৈষ্ঠ্যপুরা গুচ্ছগ্রাম থেকে রাঙ্গুনিয়া সফরভাটা গুদামঘর সড়কে প্রায় ছিনতাইয়ের কবলে পড়ছেন যাত্রীরা। গত রোববার রাত ১০টার দিকে এ সড়কের দোচালিয়া বড়ইতলী এলাকায় সশস্ত্র দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন ১০ জন। দুর্বৃত্তরা অস্ত্রের মুখে মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে গেছে।

ভুক্তভোগীদের একজন রাসেল বলেন, রাঙ্গুনিয়া থেকে বোয়ালখালী আসার পথে দুর্বৃত্তরা গতিরোধ করে। এরপর অস্ত্রের মুখে তিনটি ট্যাক্সির যাত্রীদের টাকা-পয়সা লুটে নেয়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা সেটি লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে খোরশেদ (৩২) নামের এক ব্যক্তির পায়ে গুলি লাগে।

গুলিবিদ্ধ খোরশেদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি বোয়ালখালী উপজেলার অলিবেকারী এলাকায় ভাড়া বাসায় থাকেন। তাঁর বাড়ি গাইবান্ধা জেলায়। এ ছাড়া ওইদিন দুর্বৃত্তদের মারধরে পাঁচ যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম মিনহাজ বলেন, ‘রাঙ্গুনিয়ার তোফায়েল গ্রুপ এ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, ‘দুর্বৃত্তের দলের হামলায় কয়েকজন আহত হওয়ার খবর শুনেছি। তবে ঘটনাটি বোয়ালখালী অংশে হয়নি। এরপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় যাঁরা আহত হয়েছেন তাঁদের ব্যাপারেও খোঁজখবর নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত