Ajker Patrika

রুমায় ধর্মীয় কর্মশালা

রুমা (বান্দরবান) প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৩: ৫৪
রুমায় ধর্মীয় কর্মশালা

বান্দরবানে রুমায় ধর্মীয় প্রতিনিধিদের অংশগ্রহণে সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন শিবলী।

ইউএনও মামুন শিবলী বলেছেন, সামাজিক আচরণ প্রতিদিনের মতো শতাব্দীতে পরিবর্তিত হয়। এ সামাজিক আচরণ দুটি দিক আছে। তার মধ্যে ভালো দিক ও মন্দ দিক। খারাপটা রেখে ভালোটা নিয়ে চলতে হবে।

প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নুকুল চন্দ্র ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা দুকূর চাকমা ও ট্রেনিং ইনস্ট্রাক্টর পহেলী চাকমা। অন্যদের মধ্যে বক্তৃতা দেন ইভ্যানজিলিক্যাল খ্রিষ্টান চার্চের পাস্তর জুয়ামদির বম ও পাস্তর লালনুনলিয়ান বম। এতে খ্রিষ্টান ধর্মাবলম্বী, ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত ও পাড়া পর্যায়ে ধর্মীয় নেতারা অংশ গ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত