Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় আহত স্কুল শিক্ষিকার মৃত্যু

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৫: ৩৬
সড়ক দুর্ঘটনায় আহত স্কুল শিক্ষিকার মৃত্যু

চাঁদপুরের শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় আহত স্কুলশিক্ষিকা ফাতেমা তুজ জোহরা জ্যোতির (৩০) মৃত্যু হয়েছে। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বাবার বাড়িতে তাঁর মৃত্যু হয়।

জানা যায়, গত বৃহস্পতিবার ওই শিক্ষিকা চাঁদপুর শহর থেকে শাহরাস্তি উপজেলার নাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাঁর কর্মস্থলে যাওয়ার পথে বানিয়াচোঁ এলাকায় একটি ব্যাটারি চালিত অটোরিকশা সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ সময় সহকর্মীরা তাঁকে উদ্ধার করে প্রথমে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কুমিল্লা টাওয়ার হাসপাতালে নিলে সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। গত শনিবার ঢাকা পঙ্গু হাসপাতালে অবস্থার কিছু উন্নতি হলে ছাড়পত্র নিয়ে চাঁদপুরে তাঁর বাবার বাড়িতে ফিরে আসেন।

নিহতের বাবা ও চাঁদপুর জজকোর্টের সেঁরেস্তাদার আলহাজ্ব জহিরুল ইসলাম বলেন, বাসায় থাকা অবস্থায় গত রোববার রাত সাড়ে ১১টায় হঠাৎ করে অবস্থার অবনতি হয়ে আমার মেয়ে ফাতেমা মৃত্যুবরণ করেন। জ্যোতি বরাবরই মেধাবী ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত