Ajker Patrika

বেতাগীতে কনকনে শীত জনজীবনে ছন্দপতন

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৫: ৫৭
বেতাগীতে কনকনে শীত জনজীবনে ছন্দপতন

বরগুনার বেতাগীতে শীত জেঁকে বসেছে। গত কয়েক দিনে সকাল থেকে বেতাগীসহ উপকূলীয় এলাকাজুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। ফলে দুপুর ছাড়া সূর্যেরও দেখা মিলছে না। শীতে এখানকার জনজীবন জবুথবু হয়ে পড়েছে।

ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে নদী ও সড়ক পথে যান চলাচল। শীত ও কনকনে হিমেল হাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

এদিকে হঠাৎ জেঁকে বসা প্রচণ্ড শীতে চরম বেকায়দায় পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। উপজেলার ফেরিঘাট ও কাঠ বাজারের দিনমজুর শ্রমিক হানিফ হাং, দেলোয়ার হোসেন ও ইউসুফ মৃধা বলেন, ‘কয়েক দিন ধরে সকাল থেকে আকাশ মেঘলা থাকছে। কুয়াশা ও বাতাসে খুব শীত অনুভূত হয়। আমরা কোনো কাজকাম করতে পারছি না। শীতে আমাদের অবস্থা খুব খারাপ।’

হুট করে শীত জেঁকে বসায় ঘন কুয়াশার কারণে পুকুর ও নদীতে যেতে পারছে না মৎস্যজীবী জেলেরা। দুর্ভোগ পোহাতে হচ্ছে অসহায় দরিদ্র জেলে পরিবারকে। বিশেষ করে পৌরসভার জেলেপাড়ার শিশু ও বয়স্কদের ভোগান্তি চরমে।

জেলে নরেন দাস বলেন, ‘বছরের এই সময়টা শীতে খুব কষ্টে কাটে। তা ছাড়া নদী-নালাতে মাছ না পেয়ে দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে আমাদের।’

বেতাগী পৌর শহরের রিকশাচালক নুরুজ্জামান বলেন, ‘সকালে ঘন কুয়াশায় মানুষজন কম থাকে। তাই দেরি করে রিকশা নিয়ে বের হই না।’

হোসনাবাদ ইউনিয়নের চাষি বশির হাওলাদার বলেন, কুয়াশা থাকায় সকালে সূর্যের দেখা মিলে না। তাই খড় এবং ধান শুকাতে কষ্ট হয়।

এদিকে সময়ের সঙ্গে তাপমাত্রা কমে শীত বাড়ার সঙ্গে সঙ্গে মার্কেটগুলোতে শীতের পোশাক কেনাকাটায় বেড়েছে ভিড়। বেতাগী পৌর শহরের শীতবস্ত্র ব্যবসায়ী আরিফ খান বলেন, ‘শীত বাড়লে আমাদের ব্যবসা ভালো হয়। গত বছর করোনায় ভালো বেচাবিক্রি হয়নি। তবে এবার বিক্রি ভালো। বিশেষ করে বিদেশি কম্বল, জ্যাকেট, লেদার জ্যাকেট বেশি বিক্রি হচ্ছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুহৃদ সালেহীন বলেন, হঠাৎ করে শীতের প্রকোপ বেড়েছে। তাই শীতার্তদের মাঝে নতুন করে শীতবস্ত্র বিতরণ করা হবে। এর আগেও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি আমলের শিক্ষা প্রতিমন্ত্রী মিলনকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল ইমিগ্রেশন পুলিশ

মনগড়া সংস্কার প্রস্তাব জাতির জীবনে দীর্ঘ মেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে, বিএনপির হুঁশিয়ারি

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যশোরের বিএনপি নেতা নিহত

‘বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ কর্মীরা নিরাপদে থাকবে’

সোনার দাম আরও কমে দুই লাখের ঘরে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ