Ajker Patrika

সবচেয়ে বেশি সময় ধরে চলা রান্নার শো

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ০৮: ৫১
সবচেয়ে বেশি সময় ধরে চলা রান্নার শো

২০০৫ থেকে ২০২২—দেখতে দেখতে পেরিয়ে গেল ১৭ বছর। জি বাংলার জনপ্রিয় রান্নার অনুষ্ঠান ‘রান্নাঘর’ পা রাখছে পাঁচ হাজার পর্বে। কোনো নন-ফিকশন অনুষ্ঠান এত দিন ধরে চলার উদাহরণ সচরাচর পাওয়া যায় না। টিআরপির প্রভাবে যখন কয়েক মাসের মাথায় বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক সিরিয়াল, সেখানে এত বছর ধরে জনপ্রিয়তা ধরে রাখা বিস্ময়কর ঘটনাই বটে!

নিত্যনতুন পদ থেকে শুরু করে চেনা পদের অচেনা রেসিপি নিয়ে প্রতিদিন জি বাংলায় হাজির হয় ‘রান্নাঘর’। এই শো শুধু নতুন রান্না শেখায় না, নারীদের প্রতিভা প্রদর্শন করার ও নিজেদের কথা শেয়ার করারও প্ল্যাটফর্ম এটি। ‘রান্নাঘর’ অনুষ্ঠান সঞ্চালনা করে জনপ্রিয়তা পেয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়। যদিও মাতৃত্বজনিত কারণে দুটি সিজনে দেখা যায়নি তাঁকে। তখন এই শো সামলেছিলেন অপরাজিতা আঢ্য।

সুদীপা বলেন, ‘আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে পাঁচ হাজার পর্ব পার করে ফেলেছি! আমাদের এডিটর একদিন ফোন করে মনে করিয়ে দিয়েছিলেন, আমরা একেবারে পাঁচ হাজার পর্বের দোরগোড়ায়। এরপর তড়িঘড়ি সমস্ত আয়োজন করে বিশেষ পর্বের শুটিং করেছি।’

পাঁচ হাজার পর্ব তো কম কথা নয়! এর সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘ বছরের পরিশ্রম। তাই উদ্‌যাপনও হলো জাঁকজমকভাবে। পাঁচতলা কেক কেটে, ইলিশ, চিংড়ির রকমারি রান্নায় চলল সেলিব্রেশন।

তবে সুদীপা একা নন, পাঁচ হাজারতম পর্বের সেলিব্রেশনে মাতলেন জি বাংলার বিভিন্ন ধারাবাহিকের মুখ্য চরিত্রেরা। বিশেষ পর্বে যোগ দিয়েছেন সোনালী চৌধুরী, শিঞ্জিনী চক্রবর্তী, শ্রীতমা মিত্র, শ্রীপর্ণা রায়ের মতো টিভি অভিনেত্রীরা। আজ বিকেল ৪টা ৩০ মিনিটে এবং আগামীকাল বিকেল ৫টা ৩০ মিনিটে জি বাংলায় দেখা যাবে ‘রান্নাঘর’-এর বিশেষ দুটি পর্ব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত