Ajker Patrika

পরিবেশ রক্ষায় ম্যারাথন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ০৩: ২৩
পরিবেশ রক্ষায় ম্যারাথন

বড়লেখায় ১০ কিলোমিটার ম্যারাথন ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা হয়েছে। ‘রক্ষা করি পরিবেশ, গড়ি সোনার বাংলাদেশ’ এ স্লোগানে গতকাল শুক্রবার ভোরে এ প্রতিযোগিতা হয়।

দেশের অন্যতম জলপ্রপাত মাধবকুণ্ড ও আশপাশের প্রাকৃতিক সৌন্দর্যকে দেশের মানুষের কাছে উপস্থাপন করতে সিলেট রানার্স সোসাইটি এর আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতায় ছিল বড়লেখা উপজেলা প্রশাসন ও দূর্বার মুক্ত স্কাউট।

আয়োজকদের সূত্রে জানা গেছে, বড়লেখা থানা এলাকা থেকে ভোর সাড়ে ছয়টায় ১০ কিলোমিটারের ম্যারাথন দৌড় শুরু হয়। মাধবকুণ্ড ইকোপার্ক এলাকায় গিয়ে এ দৌড় শেষ হয়। দৌড় শেষ করার জন্য প্রতিযোগীদের বরাদ্দকৃত সময় ছিল ১০০ মিনিট।

ম্যারাথনে অংশ নিয়ে পুরুষ পর্যায়ে প্রথম হন খুলনার আসিফ বিশ্বাস এবং নারী পর্যায়ে প্রথম হন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মুভি সূত্রদর। পুরুষ পর্যায়ে তিনজন ও নারী পার্যায়ে তিনজনসহ মোট ছয় জনকে নগদ অর্থ, মেডেল ও সম্মাননা সনদ দেওয়া হয়েছে। এ ছাড়া অংশগ্রহণকারী সবাইকে মেডেল ও সম্মাননা সনদ দেওয়া হয়।

দৌড় শেষে সকাল সাড়ে ৮টায় মাধবকুণ্ড জেলা পরিষদ বাংলো প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী ও বিশেষ অতিথি ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তাজ উদ্দিন প্রমুখ।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, ‘সুস্বাস্থ্য গড়ে তোলার জন্য এবং স্বাস্থ্য সচেতনতায় দৌড়ের কোনো বিকল্প নেই। এই ম্যারাথন আয়োজন মানুষকে নিয়মিত দৌড়ে উৎসাহিত করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত