Ajker Patrika

ইউপি সদস্য হলেন দুই সাংবাদিক

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৮: ১৬
ইউপি সদস্য হলেন দুই সাংবাদিক

গত রোববার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী হয়েছেন কালীগঞ্জ রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুক এবং ইনচার্জ এনামুল হক এনাম।

এসএম গোলাম ফারুক ধলবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড (খুব্দীপুর) থেকে টিউবওয়েল প্রতীকে এবং এনামুল হক এনাম তারালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড (বরেয়া) থেকে তালা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হন।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় সাংবাদিক জয়লাভ করায় রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তাঁদের সার্বিক সফলতা কামনা করে বিবৃতি দিয়েছেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ সভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক শাওন আহম্মেদ সোহাগ, অর্থ সম্পাদক গাজী মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আরাফাত আলী, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক বাবলা আহম্মেদ, নির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইন, সদস্য আফজাল হোসেন, ফারুক হোসেন লিমন, মাহবুবুর রহমান সুমন, জামাল উদ্দীন, সাংবাদিক হাবিবুল্লাহ বাহার, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, শিমুল হোসেন, ফিরোজ আহম্মেদ, আবু বক্কর সিদ্দীক প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত