Ajker Patrika

হত্যার ৫০ বছর পর মামলা

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৩: ২৯
হত্যার ৫০ বছর পর মামলা

মানিকগঞ্জের সিঙ্গাইরে মুক্তিযোদ্ধার বাবাকে হত্যার অভিযোগে বরকত উল্লাহ (৭৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধাপরাধে মামলা হয়েছে। গত বুধবার মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের আদালতে হত্যার শিকার সালাম মুন্সির ছেলে মোশাররফ হোসেন খোকন মামলাটি করেন।

অভিযুক্ত বরকত উল্লাহ মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার কাংশা গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে সিঙ্গাইর উপজেলার কাংশা গ্রামের আব্দুস সালাম মুন্সির বড় ছেলে মোস্তাহের বিল্লাহ মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিযোদ্ধা মোস্তাহের বিল্লাকে হত্যার উদ্দেশ্যে তাঁর বাড়ি ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন বরকত উল্লাহ, গোলাম গাজম, আব্দুল মান্নান ও বাদশা ফকির। কিন্তু কোথাও না পেয়ে এলাকায় মাইকিং করে এবং মোস্তাহের বিল্লাহকে ধরিয়ে দিলে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন। পরে ১৯৭১ সালের ২৯ সেপ্টেম্বর মোস্তাহের বিল্লাহকে না পেয়ে তাঁর বাবা আব্দুস ছালাম মুন্সিকে পাকিস্তানি বাহিনীর সহায়তায় ধরে নিয়ে সাভারের কর্ণপাড়া খালের পাশে বেয়নেট দিয়ে খুঁচিয়ে ও গুলি করে হত্যা করে। পরে আব্দুস ছালাম মুন্সির লাশ নদীতে ফেলে দেওয়া হয়।

মোশাররফ হোসেন খোকন বলেন, ‘রাজাকার বরকত উল্লাহর ছেলে মোতালেব স্থানীয় প্রভাবশালী হওয়ায় তার ভয়ে কোথাও বিচার চাইনি। অবশেষে স্থানীয় মুক্তিযোদ্ধাদের পরামর্শে গত বুধবার মানিকগঞ্জ কোর্টে মামলা দায়ের করি। আমি আমার বাবার হত্যার সঠিক বিচার চাই।’

অভিযুক্তের ছেলে মো. জাহিদ বলেন, ‘পারিবারিক শত্রুতার জেরে মোশাররফ হোসেন খোকন মামলাটি করেন। সারা উপজেলার একজন লোকও বলতে পারবে না আমার বাবা রাজাকার ছিলেন। আমার অসুস্থ বাবাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।’

আইনজীবী বীর মুক্তিযোদ্ধা মো. সাখাওয়াৎ হোসাইন খান বলেন, ‘বাদীর বাবার হত্যার সঙ্গে চারজন জড়িত ছিলেন। কিন্তু তিনজন মারা যাওয়ায় শুধু বরকত উল্লাহর বিরুদ্ধে মানিকগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে অভিযোগ করেন। অভিযোগপত্রটি নথিভুক্ত করে সিঙ্গাইর থানা-পুলিশকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাপের অবশিষ্ট কফি ড্রেনে ঢেলে দেওয়ায় নারীকে ২৪ হাজার টাকা জরিমানা

এনসিপিকে ‘নাস্তিকদের সংগঠন’ বলে আমাকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে: মুফতি আমিনীর নাতি

সোনার বড় দরপতন, একলাফে ৮ হাজার ৩৮৬ টাকা কমল ভরিতে

নারায়ণগঞ্জে ইট দিয়ে থেঁতলে যুবককে হত্যার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি কর্মকর্তাদের সভাপতি মনোনয়নের প্রজ্ঞাপন স্থগিত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ