Ajker Patrika

রাত পেরোতেই ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ০৯: ২২
রাত পেরোতেই ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউপির একটি ওয়ার্ডের সদস্য পদে ফল পাল্টে দেওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে ৪ দফা ভোট গণনা শেষে হারুনুর রশিদ জমাদারকে বিজয়ী ঘোষণা করে স্বাক্ষরিত ফলাফল স্লিপ হস্তান্তর করেন প্রিসাইডিং কর্মকর্তা। রাত পেরোতেই গতকাল বৃহস্পতিবার সেই ফলাফল পাল্টে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল আহাদকে বিজয়ী দেখানো হয়। এমন অভিযোগ করে গতকাল বিকেলে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী হারুনুর রশিদ জমাদার।

ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মো. হারুনুর রশিদ জমাদার অভিযোগ করে বলেন, ‘আমি ফরিদগঞ্জ উপজেলার ৯ নম্বর গোবিন্দপুর উত্তর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদে মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করি। নির্বাচন শেষে নানা কারণে চারবার ভোট গণনা করে প্রিসাইডিং অফিসার মো. হারুন অর রশিদ আমাকে জয়ী ঘোষণা করেন। তার স্বাক্ষরিত ফল স্লিপ আমার নির্বাচনী এজেন্ট শরীফ হোসনের কাছে হস্তান্তরও করেন।’

মো. হারুনুর রশিদ জমাদার বলেন, ‘গতকাল রিটার্নিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলীরেজা আশরাফি আবদুল আহাদকে নুতন করে বিজয়ী দেখিয়ে ফলাফল স্লিপ দেন। সেখানে নির্বাচনের দায়িত্বরত এজেন্টদের স্বাক্ষরও জাল করে দেখানো হয়েছে। এই বিষয়ে আমি লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসার এবং রিটার্নিং অফিসারকে অভিযোগ করেছি।’

এ বিষয়ে প্রিসাইডিং অফিসার হারুনুর রশীদ বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচনে যে ফল আমি ঘোষণা করেছি, সেটিই সঠিক। এর পরে যেটি হয়েছে সেটি পরদিন অফিস থেকে হয়েছে।’

অপরদিকে রিটার্নিং অফিসার শাহ আলীরেজা আশরাফি বলেন, ‘কেন্দ্র থেকে যে ফল এসেছে, সেটিই আমরা বিজয়ী সদস্যকে দিয়েছি।’

এই সময় সংবাদ সম্মেলনে প্রেসক্লাবের সহসভাপতি মো. মহিউদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নির্বাচনে সাধারণ সদস্য পদে অংশ নেওয়া মুনছুর আহমেদ বেগ (তালা প্রতীক) ও ওসমান গণি (আপেল প্রতীক) এবং এজেন্ট আবদুল গোফরানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত