Ajker Patrika

সংবাদ প্রকাশের জেরে সম্পাদককে মারধর

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ২৪ জুন ২০২২, ১৫: ৩৬
Thumbnail image

পবায় সংবাদ প্রকাশ করার জেরে এক সম্পাদককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পারিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব আলী মণ্ডলের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

গত বুধবার রাতে পারিলা বাজারে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী আসাদুল্লাহ গালিব রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন পত্রিকার অনলাইন সম্পাদক। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের গণযোগাযোগ ও সাংবাদিকতাবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তাঁর বাবা হেলাল উদ্দিনও হামলার শিকার হয়েছেন। তিনি পারিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।

গালিব জানান, বিপক্ষে সংবাদ প্রকাশ হওয়ায় সোহরাব ক্ষুব্ধ ছিলেন। গালিব বুধবার রাতে পারিলা বাজারে ছিলেন। তখন সোহরাবের ভাই আসাদুল ইসলাম, কামরুল ইসলাম ও ছেলে মাহাতি মাহাফুজ সৌমিক তাঁকে জোর করে বাজারে আওয়ামী লীগের ইউনিয়ন কার্যালয়ে নিয়ে যান। সেখানে আগে থেকে ছিলেন সোহরাব। তাঁরা সবাই তাঁকে বেধড়ক পেটাতে থাকেন। খবর পেয়ে তাঁকে রক্ষায় এগিয়ে আসেন তাঁর বাবা হেলাল। এ সময় তাঁকেও মারধর করা হয়।

পবা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জহুরুল ইসলাম দুজনকে রক্ষার চেষ্টা করলে তাঁকেও পেটানো হয়। পরে তাঁরা তিনজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী গালিব।

তবে সোহরাব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সাংবাদিক গালিবের বাড়ি তো আমার গ্রামেই, আমারই ছোট ভাই, কিন্তু আমার সম্পর্কে মিথ্যা নিউজ করে। এ জন্য লোকজন তাকে ধরেছিল, ধাক্কাধাক্কি হচ্ছিল। আমি গিয়ে থামিয়েছি।’

এ বিষয়ে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, এ ধরনের ঘটনার কথা তিনি শুনেছেন। তবে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত