Ajker Patrika

রানার আপ নড়াইলের রফিক

নড়াইল প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৬: ১৫
রানার আপ নড়াইলের রফিক

সরকারি ভিক্টোরিয়া কলেজের ছাত্র রফিকুল ইসলাম রফিক আন্তঃকলেজ জাতীয় নৃত্য প্রতিযোগিতায় রানারআপ হয়েছেন। গত রোববার সরকারি সংগীত কলেজ, আগারগাঁও, ঢাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সেখানে ঢাকা, চট্টগ্রাম রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগ থেকে যারা প্রথম হয়েছেন তাদের নিয়ে এ চূড়ান্ত আয়োজন করা হয়। সেখানে রফিক সৃজনশীল নৃত্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন।

নড়াইল ভিক্টোরিয়া কলেজের স্নাতক তৃতীয় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র রফিকুল ইসলাম জানান, এ অর্জনটি আমার কাছে ভীষণ গর্বের। এর মধ্য দিয়ে অনেক দূরে যেতে চাই। এই সাফল্যের পেছনে তার পরিবার, নৃত্য পরিচালক গোলাম রসুল জিতু, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক ড. কালিদাস বিশ্বাস, নড়াইলের মূর্ছনা সংগীত নিকেতনসহ কিছু মহান মানুষের ভালোবাসা এবং উৎসাহ রয়েছে বলে মনে করেন তিনি।

নড়াইল ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম জানান, এটি একটি বড় সম্মান। তাঁকে কলেজের পক্ষ থেকে একটি সংবর্ধনা দেওয়ার ইচ্ছা আছে। খুব দ্রুত সময়ের মধ্যে ঢাকায় আনুষ্ঠানিকভাবে কোনো মন্ত্রীর উপস্থিতিতে বিজয়ীদের পুরস্কৃত করা হবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত