Ajker Patrika

‘মুক্তিযুদ্ধ ছিল বাঙালির অস্তিত্ব রক্ষার যুদ্ধ’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১২: ১৮
‘মুক্তিযুদ্ধ ছিল বাঙালির অস্তিত্ব রক্ষার যুদ্ধ’

মুক্তিযুদ্ধ ছিল বাঙালির অস্তিত্ব রক্ষার যুদ্ধ। এই যুদ্ধে মাতৃভূমির স্বাধীনতার জন্য যাঁরা জীবন দিয়েছেন তাঁরা সকলেই শহীদ। গতকাল রোববার সুচিন্তা ফাউন্ডেশনের আয়োজনে এক আলোচনায় এমন মন্তব্য করেছেন আলোচকেরা।

সংগঠনের চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক জিনাত সোহানা চৌধুরীর সভাপতিত্বে প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয় এই সভা। এতে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান। তিনি বলেন, ‘আমরা অনেক ভাগ্যবান এ জন্য যে, আমরা একই সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও আমাদের গৌরবের বিজয়ের ৫০ বছর পালন করতে পারছি।’

এর আগে বিকেল ৩টায় চট্টগ্রামের বিভিন্ন মাদ্রাসা থেকে সহস্রাধিক আলেম-ওলামাকে নিয়ে জমিয়তুল ফালাহ মসজিদ থেকে শুরু হয় এক বিজয় মিছিল। এটি জামালখানে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। ওই মিছিলের সামনে থাকা থাকা সৈয়দ মুহাম্মদ হাসান আজহারী বলেন, ‘আমাদের মাতৃভূমি স্বাধীন করতে যাঁরা জীবন দিয়েছেন তাঁরা সকলেই শহীদ। আর শহীদেরা ইহকাল ও পরকাল দুই জায়গায়ই সবচেয়ে সম্মানিত।’

সভাপতির বক্তব্যে জিনাত সোহানা চৌধুরী বলেন, ‘জাতির জনকের স্বপ্ন পূরণে মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মূল ধারায় সম্পৃক্ত করতে সুচিন্তা ফাউন্ডেশন কাজ করে যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত