Ajker Patrika

চেয়ারম্যান পদে লড়বেন ১০১ প্রার্থী

চান্দিনা প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৬: ৩৫
চেয়ারম্যান পদে লড়বেন ১০১ প্রার্থী

চান্দিনা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০১ প্রার্থী। এ ছাড়া সাধারণ সদস্য পদে ৫৩১ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১২০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে উপজেলার ১ নম্বর সুহিলপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) ১২ জন, ২ নম্বর বাতাঘাসি ইউপিতে ১২ জন, ৩ নম্বর মাধাইয়া ইউপিতে ৭ জন, ৫ নম্বর কেরনখাল ইউপিতে ৫ জন, ৬ নম্বর বাড়েরা ইউপিতে ৫ জন, ৭ নম্বর এতবারপুর ইউপিতে ৫ জন, ৮ নম্বর বরকইট ইউপিতে ১১ জন, ৯ নম্বর মাইজখার ইউপিতে ৮ জন, ১০ নম্বর গল্লাই ইউপিতে ৮ জন, ১১ নম্বর দোল্লাই নবাবপুর ইউপিতে ১১ জন, ১২ নম্বর বরকরই ইউপিতে ৮ জন এবং ১৩ নম্বর জোয়াগ ইউপিতে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এঁদের মধ্যে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭৮ জন। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগের ১২ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৮ জন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ২ জন এবং জাকের পার্টির ১ জন প্রার্থী রয়েছেন। চান্দিনা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবীব এসব তথ্য নিশ্চিত করেন।

আগামী ৫ জানুয়ারি উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে ১২টি ইউপিতে ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে মাইজখার ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত