Ajker Patrika

পাঁচ পরিবারের জন্য কোটি টাকায় সেতু

আমতলী (বরগুনা) প্রতিনিধি
পাঁচ পরিবারের জন্য কোটি টাকায় সেতু

বরগুনার আমতলীতে খেকুয়ানি খালের ওপর তিন দশকের বেশি সময় আগে একটি সেতু নির্মাণ করা হয়। সেতুটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় ভেঙে পড়তে পারে। এ কারণে গুলিশাখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) সেতুটি সংস্কারের প্রস্তাব দিয়েছিল। সে অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে প্রস্তাবও গিয়েছিল। সেখান থেকে কোটি টাকা ব্যয়ে নতুন সেতু নির্মাণের অনুমোদন এসেছে। তবে স্থানীয়রা অভিযোগ করেছেন, ইউনিয়নবাসী নয়, নতুন সেতুর উপকারভোগী হবে শুধু পাঁচটি পরিবার।

সংশ্লিষ্ট সূত্র বলেছে, ১ কোটি ৬ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে নতুন সেতুটি নির্মাণে গত জুনে দরপত্রের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

নির্মাণকাজের দায়িত্ব পেয়েছে তালতলীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোল্লা এন্টারপ্রাইজ। এলাকাবাসীর প্রয়োজনীয়তা অনুধাবন না করে এভাবে সেতু নির্মাণ করার প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলমের কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা।

আমতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হুসাইন বলেন, ‘ইউপি চেয়ারম্যানের দেওয়া প্রস্তাবিত স্থানে সেতু নির্মাণ করতে দুর্যোগ অধিদপ্তরে প্রস্তাব পাঠিয়েছিলাম। বর্তমান স্থানে সেতু নির্মাণের প্রস্তাব পাঠাইনি। কীভাবে ওই স্থান নির্ধারণ হলো, তা আমার জানা নেই। ওই সেতুর নির্মাণকাজ বাতিল করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র বলেছে, আমতলীর গুলিশাখালী ইউনিয়নে খেকুয়ানি খালের ওপর পুরোনো সেতুটি নির্মাণ করা হয় ১৯৯০ সালে সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান তালুকদারের বাড়ির সামনে। সেতুটি গুলিশাখালী ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ ব্যবহার করেন। কিন্তু জরাজীর্ণ সেতুটি যেকোনো সময় ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। এ কারণে এই সেতুর জায়গায় নতুন সেতু নির্মাণে গুলিশাখালীর ইউপি চেয়ারম্যান এইচ এম মনিরুল ইসলাম মনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে প্রস্তাব দেন। সে অনুসারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় পুরোনো সেতুর জায়গায় নতুন সেতু নির্মাণসহ উপজেলার বিভিন্ন জায়গায় ১৫টি সেতু নির্মাণের প্রস্তাব দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে পাঠায়। কিন্তু প্রস্তাব পাস হওয়ার পর জানা যায়, নতুন সেতুটি নির্মাণ করা হবে পুরোনো সেতুর ৫০০ মিটার দূরে স্থানীয় আমির হোসেন তালুকদারের বাড়ির সামনে। স্থানীয়দের অভিযোগ, ওই জায়গায় সেতু নির্মাণ করা হলে উপকারভোগী হবেন শুধু পাঁচটি পরিবারের সদস্যরা। ইউনিয়নবাসীর কোনো কাজেই আসবে না সেতুটি। 

গুলিশাখালীর ইউপি সদস্য আব্দুস সাত্তার হাওলাদার, মিজানুর রহমান ও মনিরুল ইসলাম তালুকদার বলেন, পাঁচ পরিবারের জন্য কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ করার বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত। তাঁরা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল অসৎ উদ্দেশ্যে এমন কাজ করেছে। তবে সেই কুচক্রী মহল কে বা কারা, তা ওই ইউপি সদস্যরা বলেননি।

গুলিশাখালীর ইউপির চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি বলেন, ‘প্রস্তাবিত স্থানে নির্মাণ না করে কয়েকটি পরিবারের সুবিধার্থে স্থান পরিবর্তন করে সেতু নির্মাণের দরপত্র আহ্বান করা হয়েছে। জনস্বার্থে প্রস্তাবিত স্থানে সেতু নির্মাণের দাবি জানিয়ে বিভিন্ন দপ্তরে সুপারিশ পাঠিয়েছি।’

আমতলীর ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘ওই সেতুর বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত