Ajker Patrika

শজিমেকে হার্টের রিং পরানো উদ্বোধন

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১২: ১৫
শজিমেকে হার্টের রিং  পরানো উদ্বোধন

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ক্যাথল্যাবে স্টেনটিং বা হার্টের রিং পরানোর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মীর জামাল উদ্দিন।

উদ্বোধনকালে মীর জামাল উদ্দিন বলেন, শজিমেকে হৃদরোগীদের আরও এক ধাপ উন্নত চিকিৎসার দ্বার উন্মোচন হলো। এ ধরনের রোগীদের বিগত সময়ে এনজিওগ্রামসহ যাবতীয় চিকিৎসা হলেও রিং পরানো হতো না। বর্তমানে বাংলাদেশ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের সহযোগিতায় বগুড়াসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় স্টেনটিং-এর কার্যক্রম শুরু হবে। এতে সব শ্রেণি-পেশার মানুষেরা এই সুবিধা ভোগ করতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন শজিমেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মহসিন, অধ্যক্ষ প্রফেসর মো. রেজাউল আলম জুয়েল, জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের কার্ডিওলজি বিভাগের প্রফেসর সাবিনা হাসিম, অ্যাসোসিয়েট প্রফেসর এ কে এম মনোয়ারুল ইসলাম, রেজিস্ট্রার মো. শফিক শাহারিয়ার, সহকারী প্রফেসর ও শজিমেক কার্ডিওলজি বিভাগীয় প্রধান শেখ মো. শাহিদুল হক, শজিমেক ভাইস প্রিন্সিপাল সুশান্ত কুমার সরকার, বগুড়া সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামির হোসেন মিশু, প্রফেসর মজিবর রহমান সেলিম, শিবলী হায়দার, কাজল কুমার কর্মকার, নুর আলম, হালিমুর রশীদ, মনিরুজ্জামান আশরাফ (বিপুল) প্রমুখ।

এর আগে কার্ডিওলজি বিভাগের ক্যাথল্যাবে স্টেনটিং বা রিং পরানোর বিষয়ে দক্ষ করে গড়ে তোলার জন্য এ কর্মশালার আয়োজন করা হয়। গত শুক্রবার থেকে শুরু হওয়া ওই কর্মশালা দুই দিনব্যাপী চলবে। শহরের এক স্থানীয় হোটেলে অনুষ্ঠিত কর্মশালার সভাপতিত্ব করছেন শজিমেকের সহকারী অধ্যাপক কার্ডিওলজি বিভাগীয় প্রধান মো. শাহিদুল হক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত