Ajker Patrika

কলাপাড়ায় তিন ইউপিতে নৌকার মাঝি চূড়ান্ত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১১: ১৩
কলাপাড়ায় তিন ইউপিতে নৌকার মাঝি চূড়ান্ত

কলাপাড়ায় আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। তিনটি ইউপিতে দলীয় প্রার্থীদের মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। গত রোববার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত তালিকায় মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম প্রকাশ করা হয়।

এর মধ্যে উপজেলার টিয়াখালী ইউপিতে বর্তমান চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু, চাকামইয়া ইউপিতে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির কেরামত হাওলাদার এবং নীলগঞ্জ ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বাবুল মিয়াকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইউসুফ আলী জানান, ধানমন্ডির দলীয় সভানেত্রীর কার্যালয় থেকে উপজেলার তিনটি ইউপি থেকে চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র কেনেন। পরে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের নেতারা এসব প্রার্থীদের মনোনয়ন বিশ্লেষণ করে গত রোববার দুপুরে তিনটি ইউপির নৌকার মাঝিদের নামের তালিকা প্রকাশ করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রশিদ জানান, তৃতীয় ধাপে কলাপাড়ার চাকামইয়া, টিয়াখালী ও নীলগঞ্জ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা চেয়ারম্যান ও সদস্য পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। আগামী ২৫ নভেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ, ২৯ নভেম্বর বাছাই, ৬ ডিসেম্বর প্রত্যাহার এবং ২৩ ডিসেম্বর ভোট গ্রহণের তারিখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত