Ajker Patrika

সেই হাতি নেওয়া হলো বগুড়ায়

লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৬: ২৩
সেই হাতি নেওয়া হলো বগুড়ায়

লালমনিরহাটে তাণ্ডব চালানো সার্কাসের সেই হাতিটি নেওয়া হলো বগুড়ায় মালিকের বাড়িতে। গতকাল বুধবার দি লায়ন সার্কাস কর্তৃপক্ষ পুলিশের সহযোগিতায় ট্রাকে করে হাতিটি নিয়ে গেছে।

এর আগে গত সোমবার লালমনিরহাটে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত শিল্প ও পণ্য মেলায় শিকল ছিঁড়ে তাণ্ডব চালায় হাতিটি। গত মঙ্গলবার এটিকে ট্র্যাঙ্কুলাইজার যন্ত্রের মাধ্যমে অচেতন করে নিয়ন্ত্রণে আনার পর গতকাল বগুড়ার শেরপুরে সার্কাস মালিকের বাড়িতে নিয়ে যাওয়া হলো।

স্থানীয়রা জানান, হাতিটি পায়ের শিকল ছিঁড়ে বেরিয়ে পড়েন শহরে। এ সময় বেশকিছু গাছপালা, কয়েকটি দোকানপাট ভাঙচুর ও ফসলের ক্ষতি করে। পরে মাহুতসহ সার্কাস দলের সদস্যরা একে শান্ত করতে গেলে আরও উত্তেজিত হয়ে রাস্তার গাছপালাসহ মানুষের ওপর আক্রমণ করে। এ সময় একজন আহত হন। পরে সার্কাস দলের সদস্যরা ব্যর্থ হয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে শহরের সাহেবপাড়ায় তাণ্ডব শুরু করে একটি বিলে নেমে পড়ে হাতিটি।

দি লায়ন সার্কাসের মালিক নিরঞ্জন সরকার জানান, হরমোনজনিত কারণে হাতিটি একটু উচ্ছৃঙ্খল হয়ে পড়ে। এ কারণে শিকল ছিঁড়ে লোকালয়ে প্রবেশ দোকানপাট, গাছপালাসহ কিছু ফসলের ক্ষতি করে। মঙ্গলবার দুপুরে হেলিকপ্টারযোগে বন্যপ্রাণী বিশেষজ্ঞ ডক্টর তপন কুমার দের নেতৃত্বে তিন সদস্যের একটি দল এসে হাতিটিকে অচেতন করে নিয়ন্ত্রণে আনে। ২৪ ঘণ্টা অচেতন ও বিশ্রামে থাকার পর গতকাল দুপুরে হাতিটিকে ট্রাকে করে শেরপুরে নিয়ে যাওয়া হয়েছে। তিন দিনে হাতির চিকিৎসা বাবদ প্রায় চার লাখ টাকা ব্যয় হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত