Ajker Patrika

পাকুন্দিয়া বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিল

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১১: ৩০
পাকুন্দিয়া বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিল

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন এসএএম মিনহাজ উদ্দিন। গতকাল রোববার পৌর বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সভাপতি নির্বাচিত হন। এতে সাধারণ সম্পাদক হয়েছেন শরীফুল ইসলাম সুজন।

সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থী থাকায় ভোট গ্রহণ হয়। এতে নয়টি ওয়ার্ডের ৪৩ জন কাউন্সিলর ভোট দেন। ২৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন সুজন। প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম পান ১৮ ভোট। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন পৌর কাউন্সিলর সিদ্দিক হোসেন রিপন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেন জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম।

এর আগে বেলা ১১টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সম্মেলনের উদ্বোধন করেন। প্রধান অতিথি ছিলেন- জেলা বিএনপির সভাপতি মো.শরীফুল আলম।

এতে সভাপতিত্ব করেন এসএএম মিনহাজ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন-জেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, রুহুল হোসাইন, মো.জালাল উদ্দিন, রুহুল আমিন আকিল, জেলা বিএনপির যু্গ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, নাজমুল আলম ও আমিনুল ইসলাম আশফাক।

শরীফুল ইসলাম সুজনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম ও আতিকুর রহমান মাসুদসহ জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত