Ajker Patrika

সন্তান নির্যাতনকারী বাবা আটক, মুচলেকায় মুক্তি

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০৫ মার্চ ২০২২, ১৬: ১৪
Thumbnail image

নরসিংদীর রায়পুরায় দুই শিশুকে মারধরের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তাদের বাবা আল আমিনকে (৩২) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উপজেলার চান্দেরকান্দি শ্রীনিধি রেলওয়ে স্টেশন এলাকার অভিযান চলিয়ে একটি পরিত্যক্ত ভবন থেকে তাঁকে আটক করে। পরে তাঁকে রায়পুরা থানা-পুলিশের কাছে হস্তান্তর করে ডিবি পুলিশ। এ সময় মুন্না ও মুন্নি নামের ওই দুই শিশুকেও উদ্ধার করা হয়।

রায়পুরা থানা সূত্রে জানা গেছে, মুচলেকা দিয়ে আল আমিনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং শিশু দুটিকে চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আল আমিন সাত বছর আগে দ্বিতীয় সংসারের একটি ছেলেসহ সাকিনা বেগমকে বিয়ে করেন। পরে তাঁদের মুন্নি নামে এক কন্যার জন্ম হয়। ছয় মাস আগে দুই সন্তান স্বামীর কাছে রেখে গৃহকর্মী ভিসায় সৌদিতে পাড়ি জামান সাকিনা। গত মাসের বেতনের টাকা পাঠাতে দেরি হওয়ায় দুই সন্তানের ওপর অমানবিক নির্যাতন করে আল আমিন। সেই ভিডিও নিজেই ধারণ করে পাঠান স্ত্রীকে। পরে ওই ভিডিওগুলো সাকিনা তাঁর মামা মো. ফাহিমের কাছে পাঠান। ফাহিম ফেসবুকে ভিডিওগুলো পোস্ট করেন। গত বুধবার দুই শিশুকে মারধরের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

গত বৃহস্পতিবার রাতে জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম) নিজ কার্যালয়ে বলেন, ‘শিশু দুটির বাবা আল আমিন মাদকাসক্ত ছিলেন। ইতিমধ্যে তাঁকে আটক করেছি আমরা। তিনি পুলিশ হেফাজতে আছেন। শিশু দুটির পরিবারের অন্য সদস্যদের খবর দেওয়া হয়েছে।’

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে ইউএনও পারিবারিক সদস্যদের ডেকেছেন। মুচলেকা দিয়ে আল আমিনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং শিশু দুটিকে চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে। আজ সকালে খোঁজ নিয়েছি শিশু দুটি বাবা ও দাদির সঙ্গে থাকছে। তবে আল আমিনকে নজরদারিতে রাখছি। কোনো প্রকার ব্যত্যয় দেখলে তাঁকে আইনের আওতায় আনা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত