Ajker Patrika

খালেদার দ্রুত মুক্তি দাবি

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১১: ১৬
খালেদার দ্রুত মুক্তি দাবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানো ও তাঁর স্থায়ী মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। গতকাল বুধবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ড্যাব সিলেট জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি ডা. শামীমুর রহমান।

এ সময় বক্তারা বলেন, খালেদা জিয়া সারা জীবন এ দেশের মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছেন। যিনি দেশে সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। তিনবার জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন। সেই নেত্রী খালেদা জিয়াকে সরকার ৩ বছরের বেশি সময় কারাগারে আটক করে রেখেছে। একটাই কারণ, তিনি বাইরে থাকলে জনগণের ভোটের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।

ড্যাব নেতারা বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। বাংলাদেশে তাঁকে যতটা চিকিৎসা দেওয়া সম্ভব তা দেওয়া হয়েছে। এখন বিদেশে নিয়ে না গেলে তাঁকে আর সুস্থ করা যাবে না। তাই অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে সরকারের কাছে আহ্বান জানান চিকিৎসক নেতারা।

সংগঠনের সিলেট জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ড্যাব সিলেটের সহসভাপতি ডা. জাকারিয়া মানিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. সাবিক আব্দুল্লাহ চৌধুরী, যুগ্ম সম্পাদক ডা. ফাহমিদুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম রানা, প্রকাশনা সম্পাদক ডা. আখলাকুর রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক রুসলান ইসলাম, প্রচার সম্পাদক ডা. সৌয়দ আল হোসেন, সদস্য ডা. মেহেদী হাসান অনিক, ডা. আফতাব আহমদ, ডা. তানভীর আহমদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত