Ajker Patrika

আইভীর বাবার কাছ থেকে যা শিখেছি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ০৯: ৪০
আইভীর বাবার কাছ থেকে যা শিখেছি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে (নাসিক) স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, ‘আমি আলী আহম্মদ চুনকার কাছ থেকে একটা কাজ শিখেছি, সেটা হলো তিনি তাঁর গাড়িতে কোনো কন্ট্রাক্টর উঠতে দিতেন না। সেটা শিখে বিআরটিসির চেয়ারম্যান হওয়ার পর আমার রুমে গাড়িতে কোনো কন্ট্রাক্টর ঢুকতে দিতাম না। অনেক বিষয় আছে যেটা মানুষের চোখ এড়ানো যায় না।’ গতকাল বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের কদমতলী পুল এলাকায় প্রচারণার সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তৈমুর বলেন, মানুষ এখন পরিবর্তন চায়। সিটি করপোরেশন একটা সিন্ডিকেটে পরিণত হয়েছে। যেখানে ১৭৬টি ঠিকাদারি সংস্থা সিটি করপোরেশনে তালিকাভুক্ত ছিল। সেখানে এখন মাত্র ২২-২৩ জন ঠিকাদার রয়েছে। এর মধ্যে দুজনের হাতেই সব কন্ট্রোল রয়েছে। এটা নারায়ণগঞ্জে ওপেন সিক্রেট যে দুজন ঠিকাদার এই ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ করে।’

তৈমূর আরও বলেন, ‘পৌরসভা ও সিটি করপোরেশনের পুঞ্জীভূত ব্যর্থতা ও নগরবাসীদের ক্ষোভ এবং পরিবর্তনের যে চাহিদা এটাই জনগণের প্রত্যাশা। সিটি করপোরেশন অধিক মাত্রায় ট্রেড লাইসেন্স ফি, হোল্ডিং ট্যাক্স ও জন্মনিবন্ধন ফি বাড়িয়েছে। পানির কল না বসিয়েই দেড় লাখ টাকা করে নিচ্ছে। এতে জনগণের করের বোঝা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি যে সেবাটা পাওয়ার কথা ছিল সেটাও নগরবাসী পায়নি। যানজন, জলাবদ্ধতা ও বায়ুদূষণ মুক্ত শহর চায় নগরবাসী। নগরবাসী নাগরিক সুবিধা বঞ্চিত। নাগরিক সুবিধাটা হলো এই যে প্রতিটি এলাকায় কমিউনিটি সেন্টার থাকতে হবে, মেধা বিকাশের ব্যবস্থা থাকতে হবে।’

স্বতন্ত্র প্রার্থী বলেন, ‘নারায়ণগঞ্জে কিশোর গ্যাং বৃদ্ধি পেয়েছে পত্র-পত্রিকায় দেখেছি। কিশোরদের হাতে বিকল্প না থাকার কারণেই কিশোর গ্যাং হচ্ছে। যেখানে খেলার মাঠ হওয়ার কথা সেখানে সিটি করপোরেশন অ্যাপার্টমেন্ট করেছে। অ্যাপার্টমেন্ট করাটা সিটি করপোরেশনের দায়িত্ব না। এই অ্যাপার্টমেন্টের বিষয়ে অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে। বিনা টেন্ডারে এই অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট ও দোকান বরাদ্দ দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত