Ajker Patrika

যমুনার বাম তীর রক্ষায় বিক্ষোভ মানববন্ধন

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৬: ৩৩
যমুনার বাম তীর রক্ষায় বিক্ষোভ মানববন্ধন

জামালপুরের দেওয়ানগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। যমুনা নদীর বামতীরে পাইলিং ঘেঁষে খনন কাজের বিরুদ্ধে গত শুক্রবার বিকেলে শশারিয়াবাড়ি খানপাড়া এলাকায় তাঁরা এই মানববন্ধন করেন।

জানা গেছে, জেলার ইসলামপুর উপজেলার উলিয়া থেকে দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ঘাট (ফুটানি বাজার) পর্যন্ত যমুনার বামতীর রক্ষায় ৪৫০ কোটি টাকা ব্যয়ে পাইলিং করা হয়।

স্থানীয়রা জানান, নদীর তীরে পাইলিং করার ফলে বিস্তীর্ণ এলাকাজুড়ে চর জেগে উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, ওই পাইলিং ঘেঁষে দেওয়ানগঞ্জের দাসপাড়ার পশ্চিম পাশে বিআইডব্লিউটিএ এর কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ড্রেজার দিয়ে যমুনায় জেগে ওঠা চর খনন করছে। এতে বর্ষার সময় উজান থেকে নেমে আসা স্রোতে যমুনার বামতীর রক্ষার ওই পাইলিং-এ সরাসরি আঘাত হেনে পাইলিং ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হবে।

গত শুক্রবার দুপুরের পর বিক্ষুব্ধ এলাকাবাসী ড্রেজারের নিকট একযোগে মানববন্ধন ও সমাবেশ করে। মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো এরশাদ হোসেন। এ সময় পাথর্শী ইউনিয়নর সাবেক চেয়ারম্যান মো. এরশাদ হোসেন বলেন, বিআইডব্লিউটিএ-এর কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ‘বঙ্গ ড্রেজার লি. যমুনায় ড্রেজিংকৃত চ্যানেল খনন না করে নতুন করে পাইলিং বরাবর ড্রেজিং করে সংক্ষিপ্ত নৌ-রুট তৈরি করছে। এতে এ অঞ্চলের বিস্তীর্ণ এলাকা আবারও যমুনার ভাঙনের কবলে পড়বে। বিআইডব্লিউটিএ-এর ইঞ্জিনিয়ার পরিচয়দানকারী মো. নুরুল ইসলাম জানান, নীতিমালা অনুযায়ী আমরা খনন কাজ পরিচালনা করছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত