Ajker Patrika

ভারতের উৎসবে তিন বন্ধুর ছবি

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১১: ৪৭
ভারতের উৎসবে তিন বন্ধুর ছবি

মোশাররফ করিম, শামীম জামান ও আ খ ম হাসান—টিভির পর্দার এই তিন জনপ্রিয় মুখ বাস্তবজীবনে খুব ভালো বন্ধু। কাছাকাছি সময়ে অভিনয় শুরু করেছিলেন তাঁরা। তিনজনের মধ্যে শামীম জামান অভিনয়ের পাশাপাশি নিয়মিত পরিচালনা করেন। লেখেন গল্পও। তাঁর পরিচালিত প্রায় সব নাটকে পাওয়া যায় মোশাররফ করিম ও আ খ ম হাসানকে।

বন্ধুত্ব নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্প ভেবেছিলেন শামীম জামান। ‘বন্ধু আমরা’ নামের গল্পটি বানাতে গিয়ে অভিনয়শিল্পী হিসেবে বেছে নিয়েছেন মোশাররফ ও হাসানকে। আরেক বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শামীম জামান নিজেই। ছবিটি এবার দেশের গণ্ডি পেরিয়ে স্থান পেয়েছে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

ভারতের গোয়ায় ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৫২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া নামের এই উৎসব চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে স্থান পেয়েছে শামীম জামান পরিচালিত ‘বন্ধু আমরা’। গত শনিবার সন্ধ্যায় উৎসব কর্তৃপক্ষ মেইল পাঠিয়ে ‘বন্ধু আমরা’র অফিশিয়াল সিলেকশনের বিষয়টি নিশ্চিত করেছে শামীম জামানকে।

নির্মাতা ও অভিনেতা শামীম জামান বলেন, ‘শর্টফিল্মটা বানিয়েছিলাম অনেক দিন আগে। বেশ ইনোভেটিভ একটি কনটেন্ট। গল্পে স্ট্রং মেসেজ আছে। তাই ভেবেছিলাম, বিদেশের কোনো উৎসবে পাঠানো যেতে পারে। গোয়া উৎসবে ছবিটি অফিশিয়ালি সিলেকটেড হলো। এবার প্রতিযোগিতায় লড়বে। বিচারকেরা যদি একে পুরস্কার পাওয়ার যোগ্য মনে করেন তো ভালো। তবে ছবিটি যে আন্তর্জাতিক মানের কোনো উৎসবে স্থান পেয়েছে, এতেই আমি খুশি।’

একই চলচ্চিত্র উৎসবে স্থান পেয়েছে বাংলাদেশের আরেকটি ছবি। গোল্ডেন পিকক বিভাগে দেখানো হবে মোহাম্মদ রাব্বি মৃধা পরিচালিত ছবি ‘পায়ের তলায় মাটি নাই’। এ ছবিতে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার, প্রিয়াম অর্চি, দীপান্বিতা মার্টিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত