Ajker Patrika

দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

দেবিদ্বার প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৭: ৪৮
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নে শিশু ফাহিমা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় ইউনিয়নের চাপানগর টিনের ঘর মোড়ে এ মানববন্ধন হয়। এতে এ হত্যা মামলার দ্রুত বিচারকাজ শেষ করে রায় কার্যকরের দাবি জানানো হয়।

মানববন্ধনে শতাধিক স্থানীয় নারী-পুরুষ অংশ নেন। তাঁদের সঙ্গে শিশুদেরও দেখা যায়। এ সময় বক্তব্য দেন দেবিদ্বার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাকিম সরকার, স্থানীয় সাংবাদিক এ বি এম আতিকুর রহমান বাসার, স্থানীয় বাসিন্দা পারভিন আক্তার, রিপন হাজারী, এ আর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ফাহিমাকে যারা বর্বরভাবে হত্যা করেছে, তাদের দ্রুত বিচার করে ফাঁসি দিতে হবে।

দেবিদ্বার থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ‘আশা করি, রিমান্ডে থাকা আসামিরা দায় স্বীকার করে জবানবন্দি দেবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত