Ajker Patrika

চেয়ারম্যানসহ সাধারণ সদস্য পদে ৭ নারী

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৭: ৪৩
চেয়ারম্যানসহ সাধারণ সদস্য পদে ৭ নারী

নীলফামারীর সৈয়দপুরে পাঁচ ইউনিয়নে চেয়ারম্যানসহ সাতজন নারী সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছেন। এর আগে সাধারণ সদস্য পদে শুধু পুরুষ প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতা করতেন। কিন্তু এবার সেই ধারণা পাল্টে দিয়েছেন গ্রামের নারীরা।

সূত্র জানায়, এদের মধ্যে কাশিরামবেল পুকুরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন হাসিনা বেগম। একই ইউনিয়নে সাধারণ সদস্য পদে নারী প্রার্থীর সংখ্যা চারজন। তাঁরা হলেন ১ নম্বর ওয়ার্ডে মঞ্জুয়ারা খাতুন (মোরগ), ৫ নম্বর ওয়ার্ডে আকতার রেনু (টিউবওয়েল), মাহমুদা (বৈদ্যুতিক পাখা) ও ৬ নম্বর ওয়ার্ডে আঞ্জুমান আরা (টিউবওয়েল)। এ ছাড়া কামারপুকুর ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডে আছমা আক্তার (মোরগ) এবং খাতামধুপুর ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডে আলেজা বেগম (মোরগ)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত