Ajker Patrika

বিকেলে নিখোঁজ গৃহবধূ সকালে মাঠে লাশ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১১: ১১
বিকেলে নিখোঁজ গৃহবধূ সকালে মাঠে লাশ

নওগাঁর ধামইরহাটে মঙ্গোলিয়া এলাকার মাঠ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মাঠে কাজ করতে গিয়ে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

নিহত ওই নারীর নাম জান্নাতুন ফেরদৌস (৩০)। তিনি উপজেলার আলমপুর ইউনিয়ন মঙ্গোলিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য মো. ইফতেখার আশরাফের স্ত্রী।

সরেজমিন দেখা গেছে, ওই নারীর মরদেহটি উপজেলা বীরগ্রাম মঙ্গোলিয়া এলাকায় খোলা মাঠে পড়েছিল। তাঁর মাথার দুই পাশে বড় আঘাতের চিহ্ন ও দুই হাতের আঙুলে ক্ষত দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জান্নাতুন গত বুধবার বিকেলে বিকাশে টাকা তোলার উদ্দেশ্যে এনামুল নামে এক যুবকের মোটরসাইকেল চড়ে স্থানীয় বীরগ্রাম চার মাথায় যান। এরপর অনেক খোঁজাখুঁজির পর গতকাল বৃহস্পতিবার সকালে খোলা মাঠে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকেরা। পরে স্থানীয়রা পরিবারকে খবর দিলে বিষয়টি জানাজানি হয়।

বড় বোন জান্নাতুন মাওয়া অভিযোগ করে বলেন, নিহতের স্বামী বুধবার রাতে তাঁকে ফোন দিয়ে জানায় যে জান্নাতুন ফেরদৌস বাসায় ফেরেনি। তিনি তাঁর বোনের মোবাইলে অনেকবার কল দিয়েছেন, কিন্তু কেউ ফোন ধরেননি। পরিকল্পিতভাবে তাঁর বোনকে মেরে ফেলা হয়েছে বলে জানান তিনি।

নিহতের স্বামী ইফতেখার আশরাফ বলেন, ‘আমার স্ত্রী অনেক ভালো মানুষ। কিছুদিন ধরে দুই যুবক আমার স্ত্রীর মোবাইলে কল দিয়ে বিরক্ত করত।’

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা বলেন, লাশটিকে দুপুরে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবার থেকে দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তাঁর মৃত্যুর সঠিক তথ্য জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত