Ajker Patrika

আজ প্রকাশ পাচ্ছে বেলাল খানের নতুন গানচিত্র

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৫৪
আজ প্রকাশ পাচ্ছে বেলাল খানের নতুন গানচিত্র

বিনোদন প্রতিবেদক, ঢাকাআজ নতুন গান নিয়ে আসছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী বেলাল খান। গানের শিরোনাম ‘পাগল বানাইয়া’। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুরও করেছেন বেলাল খান। আর সংগীত আয়োজন করেছেন শোভন রায়। ‘তারে ছাড়া দুনিয়া আঁধার/হলো না সে তবু আমার-বুঝিনি ঠিক অথবা ভুল/দিয়েছি চাঁদের খোঁপায় ফুল’—এমনি কথায় গানটি লিখেছেন সোমেশ্বর অলি।

এরই মধ্যে গানটির ভিডিও তৈরি হয়েছে। ভিডিওতে মডেল হয়েছেন জাহিদ হোসাইন ও টুইঙ্ক ক্যারল, সঙ্গে থাকছেন শিল্পী বেলাল খান। গাজীপুরের ছুটি রিসোর্ট ও এর আশপাশের লোকেশনে চিত্রায়িত ভিডিওটি পরিচালনা করেছেন আব্দুল্লাহ হৃদয়।

নতুন গান প্রসঙ্গে বেলাল খান বলেন, ‘বরাবরের মতো শ্রোতারা আমাকে যেমন পান, আশা করছি, তেমনি একটা মেলোডি গান উপহার দিতে পারব। যাঁরা আমার গান ভালোবাসেন, তাঁদের নিশ্চয়ই ভালো লাগবে গানটি।’ বেলাল খানের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পাচ্ছে গানটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার জেলায় কর্মী নেবে সিটি ব্যাংক, আবেদন শেষ ১৬ নভেম্বর

বাসা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার সঙ্গের তরুণী ‘যুব মহিলা লীগের সদস্য’

বিএনপির ফাঁকা রাখা ঢাকার আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন তাসনিম জারা

রাজধানীর মোহাম্মদপুরে বাসা থেকে ছাত্রদল নেতার লাশ উদ্ধার

ভারতীয় গণমাধ্যমে বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর মৃত্যুর খবর

এলাকার খবর
Loading...