Ajker Patrika

সাড়ে চার বছর পর প্রধান আসামি ইসমাইল গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৪৭
সাড়ে চার বছর পর প্রধান আসামি ইসমাইল গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডের অর্জুন চন্দ্র নাথ হত্যার সাড়ে চার বছর পর গ্রেপ্তার হয়েছেন ওই ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি মোহাম্মদ ইসমাইল ওরফে বাহার (৩২)। গতকাল শনিবার সকালে উপজেলার কুমিরা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন র‍্যাব সদস্যরা। এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। ইসমাইল উপজেলার ফৌজদারহাট এলাকার বাসিন্দা।

র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, ২০১৭ সালের ২৮ আগস্ট ইসমাইল ও তাঁর চার সহযোগী মিলে উপজেলার বাঁশবাড়িয়া বাজার থেকে স্থানীয় বাসিন্দা অর্জুন চন্দ্র নাথকে অপহরণ করেন। তাঁরা অর্জুনকে সুলতানা মন্দিরের পূর্ব পাশের পাহাড়ে নিয়ে সঙ্গে থাকা নগদ ৭০ হাজার টাকা লুট করেন। এর একপর্যায়ে ইসমাইলের নেতৃত্বে অর্জুনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। পরে তাঁর লাশ কুমিরা ঘাটের স্লুইসগেট সংলগ্ন শ্মশানের পেছনে থাকা খালে ভাসিয়ে দেওয়া হয়।

নুরুল আবছার বলেন, ঘটনার ছয় দিন পর স্থানীয় এলাকাবাসীর দেওয়ার সংবাদে অর্জুনের লাশ উদ্ধার করে সীতাকুণ্ড থানা-পুলিশ। পরে অর্জুন নাথের স্ত্রী মনি রানী নাথ বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্তের পর মামলাটি সীতাকুণ্ড থানা-পুলিশ সিআইডিতে হস্তান্তর করে। সিআইডির তদন্তে অর্জুন হত্যাকাণ্ডের মূল আসামি হিসেবে ইসমাইল শনাক্ত হন। পরে ইসমাইল ও তাঁর সহযোগীদের আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করে সিআইডি।

এ ঘটনার পর থেকে পালিয়ে ছিলেন ইসমাইল। তাঁকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছিলেন র‍্যাব-৭। গতকাল শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিরা বাজার এলাকায় অবস্থানের সংবাদ পেয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

এই র‍্যাব কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তারের পর অর্জুন চন্দ্র নাথকে হত্যার কথা স্বীকার করেন ইসমাইল। তিনি জিজ্ঞাসাবাদে জানান, নগদ টাকা লুটে বাধা দেওয়ার চেষ্টা করলে অর্জুনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। পরবর্তীতে তাঁর মাথা ও মুখ থেঁতলে দিয়ে খালে ফেলে দেওয়া হয়। ঘটনার পর গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে পরিচয় গোপন করে পালিয়ে বেড়ান ইসমাইল।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, গ্রেপ্তার ইসমাইল অর্জুন হত্যা মামলা ছাড়াও তাঁর স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলার পরোয়ানাভুক্ত আসামি। নারী নির্যাতন মামলায় আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন। তাঁকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত