Ajker Patrika

আলালের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৯
আলালের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।

গত শনিবার বিকেলে মিয়ারহাট ও ইন্দুরহাট বন্দরে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে আলালের কুশপুত্তলিকা দাহ করেন সংগঠনের নেতা কর্মীরা। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম মিন্টু।

উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বায়জিদ আহসান, সহসভাপতি শাহাবুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফাইজুল হক, সাংস্কৃতিক সম্পাদক কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক টুকু লাল কর্মকার, প্রচার সম্পাদক কনা মিস্ত্রি, তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজুল ইসলাম, ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান খান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল যে বক্তব্য দিয়েছেন তা অশ্লীল ও ঔদ্ধত্যপূর্ণ। এই বক্তব্য শুধু রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতই নয়, মহান মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী।

অবিলম্বে মোয়াজ্জেম হোসেন আলালকে অবিলম্বে গ্রেপ্তার করে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিশ্চিতের দাবিও জানান বক্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত