Ajker Patrika

পাকুন্দিয়ায় জমি চাষের খরচ আরও বাড়ল

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৪: ০৭
পাকুন্দিয়ায় জমি চাষের খরচ আরও বাড়ল

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৩৫ শতক বা এক কানি জমি চাষ করতে এখন থেকে কৃষকদের গুনতে হবে ৬০০ টাকা। কয়েক দিন আগেও ছিল ৪০০ থেকে ৫০০ টাকা। জ্বালানি তেলের দাম বাড়ায় এ সিদ্ধান্ত নিয়েছে উপজেলার ট্রাক্টর মালিকেরা।

গতকাল শনিবার সকালে পৌরসদরের সাব-রেজিস্ট্রার অফিসের সামনের মাঠে জড়ো হয়ে তাঁরা এ সিদ্ধান্ত নেন। শতাধিক ট্রাক্টর মালিক ও চালকের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, ভোক্তাপর্যায়ে এত দিন প্রতি লিটার ডিজেলের খুচরা দাম ছিল ৮০ টাকা। প্রতি লিটারে ৩৪ টাকা বেড়ে যা দাঁড়িয়েছে ১১৪। হঠাৎ তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ট্রাক্টর মালিকেরা এ সিদ্ধান্ত নেন।

ট্রাক্টর মালিকেরা বলেন, দিন দিন ডিজেলের দাম বেড়েই চলেছে। আমাদের কী করার আছে। আমরা কী করব। এক লাফে ৩৪ টাকা বেড়ে ডিজেলের দাম হয়েছে ১১৪ টাকা। এক কানি জমি চাষ করতে প্রায় তিন লিটার ডিজেল লাগে। চালক খরচ বাদ দিয়ে নতুন দামে ডিজেল কিনে জমি চাষে পোষাবে না। তাই সব ট্রাক্টর মালিক একত্র হয়ে সিদ্ধান্ত নিয়েছি, প্রতি কানি জমি চাষ করতে এখন থেকে ৬০০ টাকা নেওয়া হবে।

শাহজাহান, আলমগীর হোসেন ও মোবারক হোসেন নামের তিনজন ট্রাক্টর মালিক জানান, ডিজেলে বৃদ্ধির কারণে জমি চাষেও দাম বাড়াতে বাধ্য হয়েছি। নয়তো আমাদের না খেয়ে মরতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত