Ajker Patrika

স্বতন্ত্র প্রার্থীর বাইক ভাঙচুরের অভিযোগ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৫৮
স্বতন্ত্র প্রার্থীর বাইক ভাঙচুরের অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশে সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদের এক স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের বস্তুল বাজারে এ ঘটনা ঘটে। নৌকার কর্মী-সমর্থকেরা এ হামলা চালিয়েছেন বলে দাবি করছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুর রাজ্জাক। এ ঘটনায় রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

লিখিত অভিযোগে জানা যায়, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের বস্তুল বাজারে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক ও তাঁর কর্মী-সমর্থকেরা। এ সময় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. ময়নুল হকের নির্দেশে ১৫-২০ জনের একটি দল সংঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালায়। স্বতন্ত্র প্রার্থীর তিনটি মোটরসাইকেল ও প্রচার মাইক ভাঙচুর করা হয়। হামলায় স্বতন্ত্র প্রার্থীর ১০ কর্মী-সমর্থক আহত হন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নৌকার প্রার্থী মো. ময়নুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কোনো লোকজন এমন কাজ করেন নাই। স্বতন্ত্র প্রার্থী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।’

এ বিষয়ে উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা উজ্জল কুমার রায় বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত