Ajker Patrika

দুর্নীতি ঠেকানোর শপথ

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৫: ৪৭
Thumbnail image

ময়মনসিংহে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল মানববন্ধন, জাতীয় পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। ‘আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন’ প্রতিপাদ্যে এবার দিবসটিতে দুর্নীতি ঠেকিয়ে দেওয়ার শপথ করেন সবাই।

ঈশ্বরগঞ্জ: দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুর্নীতি প্রতিরোধ কমিটি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউএনও মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মায়া রাণী সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার, ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আব্দুল কাদের মিয়া, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাদী প্রমুখ।

ভালুকা: আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে ভালুকা উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ, মানববন্ধন, শিক্ষার্থী সমাবেশ ও আলোচনা সভা করা হয়েছে। দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ সাইদুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউএনও সালমা খাতুন, মেয়র ডা. এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম আর শামসুর রহমান লিটন প্রমুখ।

ফুলবাড়িয়া: দিবসটি উপলক্ষে ফুলবাড়িয়ায় আলোচনা সভা ও মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আমজাত হোসেন। বক্তব্য রাখেন ইউএনও আশরাফুল ছিদ্দিক, উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক সরকার, ওসি মোল্লা জাকির হোসেন প্রমুখ।

গৌরীপুর: ‘আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন’ প্রতিপাদ্যে গৌরীপুরে দুর্নীতিবিরোধী মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন চত্বরে এই কর্মসূচির আয়োজন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। কমিটির সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ও সহসভাপতি আজম জহিরুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, ইউএনও হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন প্রমুখ।

হালুয়াঘাট: সারা দেশের ন্যায় হালুয়াঘাটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে ঢাকা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও আলোচনা সভা করা হয়েছে।

ইউএনও মো. রেজাউল করিমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. খায়রুল আলম ভূঞা, সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কবিরুল ইসলাম বেগ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত