Ajker Patrika

‘অনিয়ম-দুর্নীতি রোধে সরকার বদ্ধপরিকর’

বদরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ০৪: ৫০
‘অনিয়ম-দুর্নীতি রোধে সরকার বদ্ধপরিকর’

অনিয়ম ও দুর্নীতি রোধে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট।

চেয়ারম্যান বলেন, এই সরকারের আমলে স্বচ্ছতা ও জবাবদিহির জন্য সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের জনগণের মুখোমুখি হতে হচ্ছে। এ কারণে তথ্য অধিকার আইনও করেছে সরকার। সেই আইনে যেকোনো ব্যক্তি যেকোনো সরকারি অফিসের তথ্য নিতে পারছেন। এ জন্য এই সরকারের সময়ে কোনো অফিসের তথ্য গোপন করার সুযোগ নেই।

উপজেলার লোহানীপাড়া ইউনিয়ন পরিষদে (ইউপি) গত বৃহস্পতিবার বিকেলে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান ফজলে রাব্বি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হাসান মো. ডলু শাহ। তিনি জবাবদিহি অনুষ্ঠানে তাঁর পাঁচ বছর মেয়াদের বিভিন্ন কর্মকাণ্ড বিষয়ে জনগণের মুখোমুখি হন এবং নানা প্রশ্নের উত্তর দেন।

ইউপি চেয়ারম্যান রাকিব বলেন, ‘পাঁচ বছর আগে জনগণের ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে নানা অনিয়ম-দুর্নীতি রোধে কাজ করেছি।সেবা দেওয়ার চেষ্টা করেছি।’

চেয়ারম্যান রাকিব আরও বলেন, ‘এখনো ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। হলেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ কারণে আমি পাঁচ বছর মেয়াদে কী করেছি এবং কী করতে পারিনি তা জনগণের সামনে তুলে ধরেছি। তাঁদের নানা প্রশ্নের উত্তর দিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ১৫ শতাংশ, সঙ্গে শর্ত

ইউএস-বাংলার বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস ৩৩০, এয়ারক্র্যাফট দাঁড়াল ২৫টিতে

আজকের রাশিফল: আপন গোপন তথ্য সামলে রাখুন, প্রচুর ভালোবাসুন

ত্রিভুজ প্রেম থেকে মুক্তি পেতেই জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে ছাত্রী: পুলিশ

যুগান্তকারী উদ্ভাবন: চোখে চিপ বসিয়ে দেখতে পাচ্ছেন দৃষ্টিহীনেরা

এলাকার খবর
Loading...