Ajker Patrika

৪২ বছরে পা রাখল মা ও শিশু হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৬: ২১
৪২ বছরে পা রাখল মা ও শিশু হাসপাতাল

৪২ বছরে পা রাখল চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল। ১৯৭৯ সালের ৩১ ডিসেম্বর প্রতিষ্ঠার পর প্রাথমিকভাবে বহির্বিভাগের মাধ্যমে শুধু শিশুদের স্বাস্থ্যসেবা দেওয়া হতো। বর্তমানে এটি সকল বিশেষায়িত চিকিৎসা সেবাসহ ৬৫০ শয্যার একটি পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতাল হিসেবে পরিচালিত হচ্ছে।

হাসপাতালের অন্ত ও বহির্বিভাগে বিশেষায়িত চিকিৎসা সেবাসহ সকল প্রকার চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। এ ছাড়া ২৪ ঘণ্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, সাধারণ অ্যাম্বুলেন্স ও আইসিইউ অ্যাম্বুলেন্স সার্ভিস এবং ল্যাবরেটরি সার্ভিসসহ জরুরি সেবা চালু রয়েছে। চট্টগ্রাম শহরের আগ্রাবাদ এলাকায় অবস্থিত বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী, জনহিতকর ও স্বাস্থ্য সেবামূলক হাসপাতাল এটি। বর্তমানে হাসপাতালের অধীনে চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতাল, মেডিকেল কলেজ, ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ, চট্টগ্রাম মা-ও-শিশু নার্সিং ইনস্টিটিউটসহ ৭টি কার্যক্রম চলমান আছে।

হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম আজাদ বলেন, এ উপলক্ষে আজ শুক্রবার দরিদ্র রোগীদের বিনা খরচে চিকিৎসাসেবা দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

জুলাই ঘোষণাপত্র: গণ-অভ্যুত্থানের দলিলে যা যা রয়েছে

২৪ ঘণ্টার মধ্যে ভারতের শুল্ক অনেক বাড়িয়ে দেব: ট্রাম্পের হুমকি

যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা পেতে লাগতে পারে ১১ লাখ টাকার জামানত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত