Ajker Patrika

শ্রীপুরে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৮: ৫২
শ্রীপুরে জাসদের  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাগুরার শ্রীপুরে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মুক্তমঞ্চে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা শাখার সহসভাপতি নিরাপদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদুল আলম। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওহিদুল ইসলাম ফনি, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, সহসভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক মৃধা খলিলুর রহমান ও মাগুরা জেলা জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিরাজ হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রীপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক নুরুল আমীন বিশ্বাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত