Ajker Patrika

মসজিদের ১০ শিষ্টাচার

আবদুল আযীয কাসেমি
আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১৫: ১১
মসজিদের ১০ শিষ্টাচার

মসজিদ আল্লাহর ঘর। পৃথিবীর পবিত্রতম স্থান। মহান আল্লাহর দরবার। দুনিয়ার ক্ষমতাধর ব্যক্তিদের দরবারে যেতে কত নিয়মকানুন মানতে হয়, তো রাজাধিরাজ মহান আল্লাহর দরবারে যেতে আরও বেশি সতর্ক হতে হবে। মানতে হবে মসজিদের আদবকেতা। মসজিদ নির্মাণই করা হয় আল্লাহ তাআলার ইবাদতের জন্য। অন্য কোনো কোনো কাজও শর্তসাপেক্ষে করার সুযোগ আছে। তবে এ ক্ষেত্রে মসজিদের যেসব শিষ্টাচার মেনে চলতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি তুলে ধরা হলো:

১. মসজিদকে নামাজ, জিকির ও কোরআন তিলাওয়াতের মাধ্যমে সজীব রাখা উচিত। অন্য কোনো কাজ সেখানে না করা। মসজিদে প্রবেশ করেই দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়া সুন্নত।

২. পবিত্র হয়ে মসজিদে প্রবেশ করা উচিত। উঁচু আওয়াজে কথা না বলা। মসজিদ সব ধরনের ময়লা-আবর্জনামুক্ত এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা উচিত।

৩. মসজিদের জিনিসপত্র নিজস্ব কাজে বা মসজিদ ছাড়া অন্য কোথাও ব্যবহার করা বৈধ নয়।

৪. কোনো কিছু হারিয়ে গেলে মসজিদে ঘোষণা দেওয়া উচিত নয়। সে জন্য অন্য কোনো পথ বের করতে হবে।

৫. ইবাদতের পরিবেশ নষ্ট করে এমন বিষয় মসজিদে বর্জনীয়। যেমন ভিক্ষাবৃত্তি, মোবাইলের রিংটোন চালু রাখা ইত্যাদি।

৬. মসজিদে পার্থিব কোনো উদ্দেশ্যে কোনো বৈঠক, অনুষ্ঠান কিংবা কবিতা ইত্যাদির আসর বসানো অনুচিত। অবশ্য বিয়ের আক্‌দ মসজিদে করা সুন্নত।

৭. প্রয়োজন ছাড়া মসজিদে বসবাস করা যাবে না। মসজিদে ঢোকার সময় ইতিকাফের নিয়ত করা উত্তম।

৮. উল্লেখযোগ্য কারণ ছাড়া মসজিদকে চলাচলের রাস্তা বানানো যাবে না।

৯. অবুঝ শিশুদের মসজিদে না নিয়ে আসা। তবে শিশু বুঝের হলে এবং পবিত্রতা সম্পর্কে সচেতন ও শান্তশিষ্ট হলে তাদের মসজিদে নিয়ে আসা উচিত।

১০. অমুসলিমদের মসজিদে ঢোকা থেকে বিরত রাখা। পবিত্র কোরআনে মুশরিকদের মসজিদে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে।

লেখক: শিক্ষক ও হাদিস গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত