গৌরীপুর প্রতিনিধি
গৌরীপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে সহিংসতা। নির্বাচনী কার্যালয় ভাঙচুর, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হুমকিসহ গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে উপজেলায়। পৃথক স্থানে নির্বাচনী কার্যালয় পোড়ানো, মোটরসাইকেল ভাঙচুর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে সিধলা ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ মো. শামছুদ্দিনকে হুমকি দিয়ে তাঁর বাড়ির সামনে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এর প্রতিবাদে গতকাল শুক্রবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।
মানববন্ধনে শেখ মো. শামছুদ্দিন অভিযোগ করে বলেন, ‘প্রভাবশালী প্রতিপক্ষ আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হুমকি দিয়েছে।’ এই ঘটনায় তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. জয়নাল আবেদীনের কর্মীদের দায়ী করেন। তবে এ বিষয়ে বক্তব্য জানতে জয়নাল আবেদীনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়।
এদিকে গত বৃহস্পতিবার রাতে ভাংনামারী ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সার্জেন্ট (অব.) নূরুল ইসলাম আকন্দের নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে গতকাল শুক্রবার দুপুরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সামীউল আলম লিটন ক্ষতিগ্রস্ত কার্যালয় পরিদর্শন করে ঘটনার বিচার দাবি করেন।
বৃহস্পতিবার রাতে সহনাটি ইউপির জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী মো. শামসুজ্জামান জামালের প্রচার বহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ১৫টি মোটরসাইকেল ভাঙচুর ও নেতাকর্মীদের পিটিয়ে আহত করেন দুর্বৃত্তরা। এ জন্য আওয়ামী লীগের প্রার্থীর নেতাকর্মীদের দায়ী করেছেন তিনি।
গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, সিধলা ও ভাংনামারীতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আগামীকাল রোববার উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার রাতে শেষ হয়েছে নির্বাচনের প্রচার।
গৌরীপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে সহিংসতা। নির্বাচনী কার্যালয় ভাঙচুর, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হুমকিসহ গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে উপজেলায়। পৃথক স্থানে নির্বাচনী কার্যালয় পোড়ানো, মোটরসাইকেল ভাঙচুর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে সিধলা ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ মো. শামছুদ্দিনকে হুমকি দিয়ে তাঁর বাড়ির সামনে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এর প্রতিবাদে গতকাল শুক্রবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।
মানববন্ধনে শেখ মো. শামছুদ্দিন অভিযোগ করে বলেন, ‘প্রভাবশালী প্রতিপক্ষ আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হুমকি দিয়েছে।’ এই ঘটনায় তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. জয়নাল আবেদীনের কর্মীদের দায়ী করেন। তবে এ বিষয়ে বক্তব্য জানতে জয়নাল আবেদীনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়।
এদিকে গত বৃহস্পতিবার রাতে ভাংনামারী ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সার্জেন্ট (অব.) নূরুল ইসলাম আকন্দের নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে গতকাল শুক্রবার দুপুরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সামীউল আলম লিটন ক্ষতিগ্রস্ত কার্যালয় পরিদর্শন করে ঘটনার বিচার দাবি করেন।
বৃহস্পতিবার রাতে সহনাটি ইউপির জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী মো. শামসুজ্জামান জামালের প্রচার বহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ১৫টি মোটরসাইকেল ভাঙচুর ও নেতাকর্মীদের পিটিয়ে আহত করেন দুর্বৃত্তরা। এ জন্য আওয়ামী লীগের প্রার্থীর নেতাকর্মীদের দায়ী করেছেন তিনি।
গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, সিধলা ও ভাংনামারীতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আগামীকাল রোববার উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার রাতে শেষ হয়েছে নির্বাচনের প্রচার।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৯ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৯ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৯ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫