Ajker Patrika

বয়স ভুলে আনন্দে বাঁচার গল্প

বিনোদন ডেস্ক
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯: ৩৩
Thumbnail image

দুই বছর আগে মৈনাক ভৌমিকের ‘চিনি’ সিনেমায় অভিনয় করেছিলেন অপরাজিতা আঢ্য। সিনেমাটিতে উঠে এসেছিল মা-মেয়ের সম্পর্কের গল্প। পঞ্চাশোর্ধ্ব মায়ের চরিত্রটি হঠাৎ করেই কিশোরীর মতো আচরণ করতে শুরু করে। আগামীকাল স্টার জলসায় অপরাজিতা আঢ্যর নতুন যে সিরিয়াল আসছে, তার গল্পও অনেকটা চিনি সিনেমার মতো। ‘জল থই থই ভালোবাসা’ নামের এ সিরিয়ালে এক প্রাণবন্ত মায়ের চরিত্রে দেখা যাবে অপরাজিতাকে।

সিরিয়ালে তাঁর চরিত্রের নাম  কোজাগরী বসু। কোজাগরীর বয়স কম হয়নি, কিন্তু স্বভাবে এখনো যেন কিশোরী। তার একটাই উদ্দেশ্য, যতক্ষণ নিশ্বাস আছে ততক্ষণ আনন্দ করে বাঁচা। আর নিজের অপূর্ণ ইচ্ছাগুলো পূরণ করা। বয়সের তোয়াক্কা না করে কীভাবে প্রাণবন্ত থাকা যায়, সেটাই সব সময় খুঁজতে থাকে কোজাগরী। নাচ, গান, সাঁতার—সবকিছুতে তার সমান উৎসাহ। আগ্রহ আছে সেলফি তোলা বা সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করার বিষয়েও।

‘জল থই থই ভালোবাসা’ সিরিয়ালের প্রোমোতে দেখা গেছে, সাঁতার শিখতে মেয়ের সঙ্গে সুইমিংপুলে গিয়ে পা ভেঙে যায় কোজাগরীর। স্বামী টিপ্পনী কাটে, ‘বুড়ি খুকি’। শুনে কোজাগরীর মাথায় আগুন ধরে যায়। ‘জল থই থই ভালোবাসা’ সিরিয়ালে অপরাজিতা আঢ্যর মেয়ের চরিত্রে অভিনয় করছেন আনুশা বিশ্বনাথন। স্বামীর চরিত্রে আছেন চন্দন সেন, আর ছেলের চরিত্রে অর্ণব ব্যানার্জি।

সিরিয়াল
জল থই থই ভালোবাসা
অভিনয়: অপরাজিত আঢ্য, চন্দন সেন, আনুশা, অর্ণব
চ্যানেল: স্টার জলসা
প্রচার: প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিট (বাংলাদেশ সময়)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত