Ajker Patrika

ভারতে স্বপ্নদলের হেলেন কেলার

ভারতে স্বপ্নদলের হেলেন কেলার

দুটি আন্তর্জাতিক নাট্যোৎসবসহ ভারতে তিনটি প্রদর্শনীর জন্য আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশের স্বপ্নদলের মনোড্রামা ‘হেলেন কেলার’। ১৬ সেপ্টেম্বর ভারতের নাট্যদল সবুজ সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে ষষ্ঠ নাট্যসম্পর্ক ২০২২ আন্তর্জাতিক নাট্যোৎসবে নৈহাটী ঐকতান মঞ্চে হবে প্রথম প্রদর্শনী। ১৭ সেপ্টেম্বর বোলপুর নৃত্যনিকেতন ডান্স গ্রুপ ও স্কুলের বঙ্গ নাট্য রঙ্গ ফেস্টিভ্যাল ২০২২ আন্তর্জাতিক নাট্যোৎসবে শান্তিনিকেতনের সৃজনী মঞ্চে হবে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী। তৃতীয় প্রদর্শনীটি হবে ১৯ সেপ্টেম্বর অশোকনগর নাট্যমুখের আয়োজনে অমল আলো মঞ্চে।

সবুজ সাংস্কৃতিক কেন্দ্রের আমন্ত্রণে  ১৫ সেপ্টেম্বর ‘ষষ্ঠ নাট্যসম্পর্ক ২০২২’ আন্তর্জাতিক নাট্যোৎসবের উদ্বোধন করবেন  স্বপ্নদলের প্রধান সম্পাদক নাট্যজন জাহিদ রিপন। এ ছাড়া, উৎসবের সেমিনারে ‘নাট্যদর্শনে রবীন্দ্রনাথ-বাদল সরকার-সেলিম আল দীন এবং বাঙলা নাট্যরীতি’ শীর্ষক বক্তব্য উপস্থাপন করবেন তিনি।

হেলেন কেলারের জীবন, কর্ম, স্বপ্ন, সংগ্রাম ও দর্শনভিত্তিক ‘হেলেন কেলার’ নাটটি রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। অভিনয় করছেন জুয়েনা শবনম। দৃষ্টি, বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও প্রবল আত্মবিশ্বাস আর শিক্ষয়িত্রী অ্যান স্যুলিভানের প্রেরণায় সব নেতিবাচকতার বিরুদ্ধে হেলেন কেলারের ঘুরে দাঁড়ানোর গল্প স্বপ্নদলের ‘হেলেন কেলার’। তুলে ধরা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, চার্লি চ্যাপলিন, মার্ক টোয়েন, কেনেডি, আইনস্টাইন প্রমুখ বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের সান্নিধ্যে হেলেন কেলারের জীবনের সমৃদ্ধির কথা।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত