‘দেবদাস’ সিনেমা দেখার পর দিদারের জীবনে পরিবর্তন আসে। সে নিজেকে দেবদাস ভাবতে শুরু করে, এমনকি অ্যাফিডেভিট করে নিজের নাম পাল্টে দেবদাস রাখে। এরপর সে দেবদাসের মতো বেশভূষা ধারণ করে গ্রামের প্রতিটি বাড়িতে পারুকে খুঁজে বেড়ায়। এক বাড়িতে সে পারু নামের একটি মেয়ের দেখা পেয়ে তাকেই পারু ভেবে নেয়। মেয়েটি বিবাহিত। তার স্বামীকে সে চুনিলাল ভেবে জড়িয়ে ধরে। প্রথমে পারু ও চুনিলাল ব্যাপারটা স্বাভাবিকভাবে না নিলেও আস্তে আস্তে মেয়েটির স্বামী চুনিলালের ভূমিকায় অভিনয় করা শুরু করে। দিদাররূপী দেবদাস কোমল পানীয় ছেড়ে মদ খাওয়া শুরু করে। চুনিলাল থিয়েটারের মেয়ে এনে চন্দ্রমুখী সাজিয়ে দেবদাসের সঙ্গে প্রেমের অভিনয় করতে বলে। তবু মন গলে না দেবদাসের। এমন গল্পে নির্মিত হয়েছে নাটক ‘অবিরাম দেবদাস’।
ঈদ উপলক্ষে অবিরাম দেবদাস নাটকটি লিখেছেন বদরুল আনাম সৌদ। প্রযোজনা করেছেন আল মামুন। নাটকটিতে দিদাররূপী দেবদাস চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম। পারু ও চুনিলাল চরিত্রে দেখা যাবে জাকিয়া বারী মম ও আহসান হাবিব নাসিমকে। আরও আছেন হিল্লোল সরকার, সাইফুল আলম শামীম প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচার হবে নাটকটি।
অবিরাম দেবদাস ছাড়া এবার ঈদ উপলক্ষে বিটিভিতে প্রচার হবে আরও দুটি একক নাটক। ঈদের দিন ‘মধুযাত্রা’ ও ঈদের তৃতীয় দিন দেখা যাবে ‘প্রায়শ্চিত্ত’। নাটক দুটি প্রচারিত হবে রাত ৮টার বাংলা সংবাদের পর। নূরুদ্দিন জাহাঙ্গীরের গল্পে প্রায়শ্চিত্ত নাটকটি রচনা করেছেন সুজাত শিমুল, প্রযোজনায় মনিরুল হাসান। অভিনয়ে মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, নাদিয়া আহমেদ প্রমুখ। মধুযাত্রা রচনা করেছেন নূরুদ্দিন জাহাঙ্গীর; প্রযোজনায় এল রুমা আকতার; অভিনয়ে মনোজ প্রামাণিক, মোহাম্মদ বারী প্রমুখ।
‘দেবদাস’ সিনেমা দেখার পর দিদারের জীবনে পরিবর্তন আসে। সে নিজেকে দেবদাস ভাবতে শুরু করে, এমনকি অ্যাফিডেভিট করে নিজের নাম পাল্টে দেবদাস রাখে। এরপর সে দেবদাসের মতো বেশভূষা ধারণ করে গ্রামের প্রতিটি বাড়িতে পারুকে খুঁজে বেড়ায়। এক বাড়িতে সে পারু নামের একটি মেয়ের দেখা পেয়ে তাকেই পারু ভেবে নেয়। মেয়েটি বিবাহিত। তার স্বামীকে সে চুনিলাল ভেবে জড়িয়ে ধরে। প্রথমে পারু ও চুনিলাল ব্যাপারটা স্বাভাবিকভাবে না নিলেও আস্তে আস্তে মেয়েটির স্বামী চুনিলালের ভূমিকায় অভিনয় করা শুরু করে। দিদাররূপী দেবদাস কোমল পানীয় ছেড়ে মদ খাওয়া শুরু করে। চুনিলাল থিয়েটারের মেয়ে এনে চন্দ্রমুখী সাজিয়ে দেবদাসের সঙ্গে প্রেমের অভিনয় করতে বলে। তবু মন গলে না দেবদাসের। এমন গল্পে নির্মিত হয়েছে নাটক ‘অবিরাম দেবদাস’।
ঈদ উপলক্ষে অবিরাম দেবদাস নাটকটি লিখেছেন বদরুল আনাম সৌদ। প্রযোজনা করেছেন আল মামুন। নাটকটিতে দিদাররূপী দেবদাস চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম। পারু ও চুনিলাল চরিত্রে দেখা যাবে জাকিয়া বারী মম ও আহসান হাবিব নাসিমকে। আরও আছেন হিল্লোল সরকার, সাইফুল আলম শামীম প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচার হবে নাটকটি।
অবিরাম দেবদাস ছাড়া এবার ঈদ উপলক্ষে বিটিভিতে প্রচার হবে আরও দুটি একক নাটক। ঈদের দিন ‘মধুযাত্রা’ ও ঈদের তৃতীয় দিন দেখা যাবে ‘প্রায়শ্চিত্ত’। নাটক দুটি প্রচারিত হবে রাত ৮টার বাংলা সংবাদের পর। নূরুদ্দিন জাহাঙ্গীরের গল্পে প্রায়শ্চিত্ত নাটকটি রচনা করেছেন সুজাত শিমুল, প্রযোজনায় মনিরুল হাসান। অভিনয়ে মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, নাদিয়া আহমেদ প্রমুখ। মধুযাত্রা রচনা করেছেন নূরুদ্দিন জাহাঙ্গীর; প্রযোজনায় এল রুমা আকতার; অভিনয়ে মনোজ প্রামাণিক, মোহাম্মদ বারী প্রমুখ।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
১১ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
১১ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
১১ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫