Ajker Patrika

জ্ঞান ফিরেছে মাহাদি আকিবের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১১: ২৩
জ্ঞান ফিরেছে মাহাদি আকিবের

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে মাথায় গুরুতর জখম নিয়ে হাসপাতালে ভর্তি থাকা মাহাদি আকিবের জ্ঞান ফিরেছে। গতকাল রোববার দুপুরে তাঁর জ্ঞান ফেরে। তবে তিনি এখনো সবকিছু চিনতে পারছেন না। চিকিৎসকেরা বলছেন, মাথায় বড় ইনজুরি থাকায় এটি স্বাভাবিক।

তাঁরা আশাবাদী, মাহাদি খুব শিগগিরই ভালো হয়ে যাবেন।

চমেকের ক্লিনিক্যাল নিউরো সার্জন এবং নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এস এম নোমান খালেদ চৌধুরী গতকাল সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘অস্ত্রোপচারের ২৪ ঘণ্টার মধ্যে মাহাদির জ্ঞান ফিরেছে। কথাও বলেছেন। অবস্থা কিছুটা উন্নতির দিকে। তবুও আমরা অবজারভেশনে রাখছি।’

গত শনিবার সকাল ৯টায় চমেকের মেইন গেটের অদূরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে অতর্কিত হামলা করে ছাত্রলীগের একটি পক্ষ। এ সময় মাহাদি আকিবকে পেয়ে ঘিরে ধরেন প্রতিপক্ষের লোকজন। তাঁর গলায় রিকশার চেইন জড়িয়ে কাচের বোতল দিয়ে মাথায় আঘাত করা হয়। মাথায় রামদা দিয়ে কোপানো হয়। পরে হকিস্টিক দিয়ে মাথা থেঁতলে দেওয়া হয়েছে। এরপর তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ডা. এস এম নোমান খালেদ চৌধুরী বলেন, মাথা থেঁতলানো ছিল। খুব খারাপ অবস্থায় ভর্তি হয়। অপারেশন করে মাথার কিছু অংশ তাঁর শরীরের মধ্যে সংরক্ষণ করে রাখি। মাহাদির শরীর আরও উন্নতি হলে ওই অংশগুলো মাথায় জোড়া লাগানো হবে।

মো. মাহাদি আকিব চট্টগ্রাম মেডিকেল কলেজের ৬২তম ব্যাচের ছাত্র। তিনি নটর ডেম কলেজ থেকে পাস করে চমেকে চান্স পান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত